ইন্দুরকানীতে ২৩টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি

এফএনএস (শহিদুল ইসলাম; জিয়ানগর, পিরোজপুর) : | প্রকাশ: ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:৩৮ পিএম
ইন্দুরকানীতে ২৩টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি

আসন্ন শারদীয় দুর্গাপূজায় শানাই ও ঢাকের সুরে মুখরিত হবে ইন্দুরকানী। আগামী ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এ উপলক্ষে উপজেলার পাঁচটি ইউনিয়নের মোট ২৩টি মন্দিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

ইতোমধ্যেই বিভিন্ন মন্দিরের প্রতিমার মাটির কাজ শেষ হয়েছে। এখন শুধু রং-তুলির আঁচড়ে প্রতিমাগুলো হয়ে উঠবে দৃষ্টিনন্দন ও আকর্ষণীয়। প্রতিমা নির্মাণ, সাজসজ্জা ও আলোকসজ্জায় ব্যস্ত সময় পার করছেন ভক্তরা।

পুরোহিত রাজন চক্রবর্তী জানান, এ বছর পঞ্জিকা অনুযায়ী আগামী ২৮ সেপ্টেম্বর সকাল ৯টায় মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে মহা দুর্গোৎসব। বিজয়া দশমীতে, অর্থাৎ ২ অক্টোবর দেবী দুর্গা পালকীতে গমন করবেন। এ সময় ভক্তদের ভিড়ে চারদিকে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হবে।

ইন্দুরকানী উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বলেন, বিগত বছরগুলোর মতো এবারও আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উপজেলার ২৩টি পূজা মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে। উপজেলা প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। পূজা উপলক্ষে দারুণ উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। আশা করছি শান্তিপূর্ণ পরিবেশে এ বছর দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনও প্রস্তুত রয়েছে। ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মারুফ হোসেন বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষার্থে প্রতিটি পূজা মণ্ডপে পুলিশ মোতায়েন করা হবে এবং টহল পুলিশ থাকবে। বিশেষ নিরাপত্তার জন্য সিসি ক্যামেরার মাধ্যমে প্রতিটি মণ্ডপ পর্যবেক্ষণ করা হবে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে।

সনাতম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবকে ঘিরে উপজেলার বিভিন্ন এলাকায় এখন উৎসবের আমেজ বিরাজ করছে।

আপনার জেলার সংবাদ পড়তে