রাজারহাটে সার ডিলারের ২০হাজার টাকা জরিমানা

এফএনএস (প্রহলাদ মণ্ডল সৈকত; রাজারহাট, কুড়িগ্রাম) : | প্রকাশ: ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:৫৭ পিএম
রাজারহাটে সার ডিলারের ২০হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের রাজারহাটে বেশী দামে সার বিক্রি করায় ভ্রাম্যমান আদালতে এক ব্যবসায়ীর জরিমানা আদায় করা হয়েছে। সোমবার(২২ সেপ্টেম্বর) উপজেলার ছিনাই ইউনিয়নের চওড়া বাজারে সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদের নেতৃত্বে পুলিশের সহযোগীয়তায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় ওই বাজারে বিসিআইসি অনুমোদিত সারের ডিলার মো. ইউসুফ আলী কৃষকদের কাছে সার বিক্রি না করা এবং অতিরিক্ত দামে সার বিক্রির অপরাধে তার কাছ থেকে ২০হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ সাইফুন্নাহার সাথী এবং অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা হৈমন্তী রানী।

তিনি কৃষকদের বলেন সারের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার কিনবেন না। যদি কোনো ডিলার অতিরিক্ত দাম চায় বা সার বিক্রি করতে অস্বীকৃতি জানায়, তাহলে সরাসরি উপজেলা প্রশাসন বা উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে অভিযোগ করবেন। আপনাদের সহযোগিতা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে