শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে বিদেশি মদসহ গ্রেফতার ১

এফএনএস (আতাউর রহমান কাজল; শ্রীমঙ্গল, মৌলভী বাজার) :
| আপডেট: ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:১৭ পিএম | প্রকাশ: ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:১৭ পিএম
শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে বিদেশি মদসহ গ্রেফতার ১

শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ৮ বোতল বিদেশি মদসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, সোমবার রাত ৩টার দিকে এসআই সুজন কান্তি পালের নেতৃত্বে শ্রীমঙ্গল ইউনিয়নের রাধানগর সাকিনস্থ “বৃষ্টি বিলাস” গেস্ট হাউজের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৮ বোতল বিদেশি মদ জব্দ করে পুলিশ। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ হাজার টাকা।

ওসি আমিনুল ইসলাম আরও জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে