বরিশালের আগৈলঝাড়ায় ছাত্রদল নেতার মটরসাইকেল ভাংচুর ও ছিনতাই মামলায় আসামী যুবলগিনেতাকে মঙ্গলবার গ্রেফতার করেছে থানা পুলিশ। তাকে ওইদিন দুপুরে বরিশাল আদালতে হাজির করা হয়। আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।
গ্রেফতাকৃত হলেন, উপজেলার বাকাল গ্রামের মো. জোনাবালী বেপারীর ছেলে বাকাল ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক জাকির খান।
মামলা ও স্থানীয় সূত্রে জানগেছে, আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলাম শাহেদকে ২০২২ সালের ১৩ নভেম্বর বিকেলে উপজেলার গৈলা বাজারে বসে যুবলীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রীগের নেতা-কর্মীরা মারধর করে আহত করে। এসময় তার সাথে থাকা মটরসাইকেল ভাংচুর করে ছিনিয়ে নিয়ে যায়। ওই ঘটনায় রাতুল বাদি হয়ে আগৈলঝাড়া থানায় ২০২৫ সালের ১২ জানুয়ারী মামলা দায়ের করেন। মামলা নং ৫। ওই মামলার আসামী উপজেলা বাকাল ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক জাকির খানকে নিজ এলাকা বাকাল গ্রাম থেকে থানা পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারকৃতকে বরিশাল আদালতের নির্দেশে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এব্যাপারে আগৈরঝাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. অলিউল ইসলাম সাংবাদিকদের জানান, ছাত্রনেতার মটরসাইকেল ভাংচুর ও ছিনতাই মামলার আসামী বাকাল ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক জাকির খান দীর্ঘদিন পলাতক থাকার পরে তাকে গ্রেফতার করা হয়েছে। । মঙ্গবার আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।