রাজবাড়ীর গোয়ালন্দে কৃষকের ধান কেটে দিলেন কৃষক দলের নেতারা

এফএনএস (আক্তারুজ্জামান মৃধা; গোয়ালন্দ, রাজবাড়ি) : | প্রকাশ: ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:২১ পিএম
রাজবাড়ীর গোয়ালন্দে কৃষকের ধান কেটে দিলেন কৃষক দলের নেতারা

রাজবাড়ীর গোয়ালন্দে কৃষকের ধান কাটার কার্যক্রম শুরু করেছেন জেলা কৃষক দল। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ) দুপুর ১২টার দিকে গোয়ালন্দ  উপজেলার দৌলতদিয়া  ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের হামিদ মৃধার হাট সংলগ্ন তেছেন মাতুব্বর পাড়া এলাকার কৃষক বিল্লাল হোসেনের ক্ষেতের ধান কেটে দেওয়ার মধ্য দিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা কৃষক দলের আহবায়ক মো.আইয়ুবুর রহমান আইয়ুব।

তিনি বলেন, ‘সংগ্রাম, অর্জনসহ দুর্যোগ-দুর্বিপাকে এদেশের কৃষক-কৃষাণীকে সঙ্গে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল এ দেশের কৃষি ও কৃষকের পাশে ছিল। দরিদ্র কৃষকের যেকোনো সংকটে আমরা কাজ করে যাব।

এ প্রতিশ্রুতি নিয়েই এলাকার অসহায় দরিদ্র কৃষকের ধান কেটে দিচ্ছি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলীয় লোকজন নিয়ে কাঁচি হাতে কৃষকদের ধান কেটে দিচ্ছেন বলে জানিয়ে তিনি শহীদ জিয়াউর রহমানকে বুকে ধারণ করে সব ইউনিয়ন কৃষক দলের নেতাকর্মীদেরকে অসহায় কৃষকদের ধান কেটে গোলায় তুলে দেওয়ার জন্য আহ্বান জানান।


বিল্লাল হোসেনের ৫০ শতক জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেন কৃষকদলের নেতাকর্মীরা। বিএনপির সহযোগী সংগঠনটির নেতাকর্মীদের এই কার্যক্রমে কৃতজ্ঞতা প্রকাশ করে কৃষক বিল্লাল হোসেন বলেন, ‘জমিতে বোরো ধানের চাষ করেছি।


ফলনও ভালো হয়েছে। ক্ষেতের ধান পাকলেও শ্রমিক সংকটে কাটতে পারছিলাম না। কৃষক দলের নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমে তার ধান কেটে দিয়েছেন, এতে অনেক উপকার হয়েছে। তাই কৃষক দলের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এ ধানকাটার সময় জেলা কৃষক দলের আহবায়ক মো.আইয়ুবুর রহমান আইয়ুব ছাড়াও আরো উপস্থিত ছিলেন

রাজবাড়ী সদর উপজেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক গোলাম মোস্তফা চঞ্চল, রমাকান্ত পুর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সিব্বির মোল্লা সোহেল, গোয়ালন্দ উপজেলা ও পৌর যুবদলের সাবেক সভাপতি ও গোয়ালন্দ উপজেলা কৃষক দলের আহবায়ক  আবু বক্কার সিদ্দিক, উপজেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন, মো. শহিদুল ইসলাম, উপজেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক  মো.মান্নান শেখ, যুগ্ন আহবায়ক আলাউদ্দিন শেখ, যুগ্ন আহবায়ক জালাল উদ্দীন পৌর  কৃষক দলের আহবায়ক মো. আলতাফ হোসেনসহ অনেকে।

আপনার জেলার সংবাদ পড়তে