রাকসুর পর চাকসু নির্বাচনও পেছাল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:৩৭ পিএম
রাকসুর পর চাকসু নির্বাচনও পেছাল

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের পর এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনও পিছিয়ে গেল। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, পূর্বনির্ধারিত ১২ অক্টোবরের পরিবর্তে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ১৫ অক্টোবর (বুধবার)।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) চাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক একেএম আরিফুল হক সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ভোটগ্রহণ তিন দিন পিছিয়েছে।

এর আগে সোমবার (২২ সেপ্টেম্বর) রাকসু নির্বাচনের তারিখও পরিবর্তন করা হয়। পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী নির্বাচন হওয়ার কথা ছিল ১৩ অক্টোবর, তবে তা পিছিয়ে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ১৬ অক্টোবর (বৃহস্পতিবার)।

এভাবে দুই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন অক্টোবরে টানা দুই দিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ১৫ অক্টোবর চাকসু এবং ১৬ অক্টোবর রাকসুতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ছাত্র রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ এই দুটি নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ইতিমধ্যেই আলোচনা-উৎসাহ বেড়ে গেছে।

আপনার জেলার সংবাদ পড়তে