সুজানগরে টাকা দিয়ে মোবাইল ফোনে লুডু খেলায় ঝুঁকছে যুবসমাজ

এফএনএস (সুজানগর, পাবনা) : | প্রকাশ: ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:৪০ পিএম
সুজানগরে টাকা দিয়ে মোবাইল ফোনে লুডু খেলায় ঝুঁকছে যুবসমাজ

জুয়ার পরিবর্তে এবার আ্যন্ড্রয়েড ফোনে টাকা দিয়ে লুডু খেলায় ঝুঁকছে পাবনার সুজানগরের যুবসমাজ। সেই সঙ্গে একশ্রেণির স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীরাও ওই খেলায় আসক্ত হয়ে পড়ছে। 

খোঁজ নিয়ে জানা যায়, এক সময় এলাকার বেকার ভবঘুরে যুবকদের পাশাপাশি এক শ্রেণির স্কুল ও কলেজ পড়ুয়া ছাত্ররা শখেরবসে বাসা-বাড়িতে আ্যন্ড্রয়েড ফোনে লুডু খেলতো। কিন্তু বর্তমানে ওই সকল ভবঘুরে যুবক এবং শিক্ষার্থীরা শখেরবসে নয় টাকা দিয়ে জুয়ার ন্যায় আ্যন্ড্রয়েড ফোনে লুডু খেলছে। উপজেলার নাজিরগঞ্জ বাজারের ব্যবসায়ী আব্দুল বাতেন বলেন, ওই সকল ভবঘুরে যুবক এবং শিক্ষার্থীরা উপজেলার বিভিন্ন বাসস্ট্যান্ডে, বাড়ির আশপাশের বাগানে এবং বৈঠকখানায় বসে আ্যন্ড্রয়েড ফোনে টাকা দিয়ে লুডু খেলে। তারা ১‘শ টাকা থেকে শুরু করে মোটা অংকের টাকা বাজি ধরে মোবাইল ফোনে লুডু খেলে থাকে। বিশেষ করে আ্যন্ড্রয়েড ফোনে টাকা দিয়ে লুডু খেলার বিষয়টি সুজানগর থানা পুলিশের নজরে না আসার সুযোগে তারা কখনও রাতে আবার কখনও দিনে নির্বিঘ্নে ওই খেলা খেলে থাকে। উপজেলার মানিকহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই খান বলেন টাকা দিয়ে লুডু খেলাকে কেন্দ্র করে উপজেলার আইন-শৃঙ্খলার অবনতি ঘটতে পারে। বিশেষ  করে তারা খেলার টাকা যোগাড় করতে গিয়ে চুরিসহ আইনের পরিপন্থী কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারে বলে তিনি মনে করেন। এ ব্যাপারে সুজানগর থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবর রহমান বলেন জুয়া খেলা যেভাবেই খেলা হোক না কেন সেটা অপরাধ। কাজেই জুয়াড়িদের ধরতে পুলিশ দৃঢ়প্রতিজ্ঞ।

আপনার জেলার সংবাদ পড়তে