টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আইনজীবীর মৃত্যু

এফএনএস (টাঙ্গাইল) : | প্রকাশ: ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:৪৮ পিএম
টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আইনজীবীর মৃত্যু

টাঙ্গাইলে শরিফুল ইসলাম রাজা (৩৫) এক আইনজীবী মঙ্গলবার নিজ বাড়িতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ইন্তেকাল করেছে। সে বেড়াবুচনা সবুজবাগের প্রবাসী শান্তাহার মিয়ার বড় ছেলে। মৃত্যুকালে সে স্ত্রী ও দুটি কন্যা সন্তান রেখে গেছেন।

জানা যায়, মঙ্গলবার সকাল ৮টার দিকে রাজা তার ঘরের আইপিএস চেক করতে গেলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পড়ে। এ সময় আশের পাশের লোকজন এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকৎসক তাকে মৃত ঘোষনা করেন। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের বাবা শান্তার মিয়া কুয়েত থেকে দেশে আসার পর তাকে টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সুত্রে জানা গেছে।

শরিফুল ইসলাম রাজা বেসকারী সংস্থা সেতু এনজিও‘র আইনজীবী হিসেবে কর্মরত ছিলেন। তার মৃত্যুতে সেতু‘র চেয়ারম্যান ও টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ ও সেতু‘র নির্বাহী পরিচালক মীর্জা সাহাদত হোসেন, পরিচালক (প্রশাসন) বিমল চক্রবর্তী, টাঙ্গাইল প্রেসক্লাবের সহসভাপতি মো. নাসির উদ্দিন, দৈনিক মজলুমের কন্ঠ পত্রিকার সহকারি সম্পাদক এস এম আওয়াল মিয়া শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে