কালীগঞ্জে প্রবীন হিতৈষী সংঘের নির্বাচন: রবি সভাপতি ও জয়নাল সাধারণ সম্পাদক

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:৫৩ পিএম
কালীগঞ্জে প্রবীন হিতৈষী সংঘের নির্বাচন: রবি সভাপতি ও জয়নাল সাধারণ সম্পাদক

বাংলাদেশ প্রবীন হিতৈষী সংঘ ও জ্বরা বিজ্ঞান প্রতিষ্ঠানের ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচনে উচ্চকন্ঠ নিউজ ও ইউকে টিভির প্রধান সম্পাদক আনোয়ারুল ইসলাম রবি সভাপতি ও অবসরপ্রাপ্ত শিক্ষক জয়নাল আবেদীন সাধারণ সম্পাদক হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়,  প্রত্যেক পদের বিপরীতে একের অধিক প্রার্থী না থাকায় ১৫ পদের সকল প্রার্থীই বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি পদে বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলী ও শিক্ষক ইব্রাহিম খলিল, সহ-সাধারণ সম্পাদক পদে কুরবান আলী, সাংগঠনিক সম্পাদক পদে হেলাল উদ্দিন, কোষাধ্যক্ষ পদে শুকুর আলী, সাংস্কৃতিক সম্পাদক পদে মমতাজ বেগম, সদস্য পদে যথাক্রমে আলাউদ্দীন আলা, আলী আকবর, আব্দুল আলীম, জাহিদুল ইসলাম, রিতা বিশ্বাস, শরিফুল ইসলাম ও মোঃ শের আলী।

নির্বাচনে সরকারী মাহতাব উদ্দীন ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক রকিবুল ইসলাম মিল্টন প্রধান নির্বাচন কমিশনার, শহীদ নূর আলী কলেজের প্রভাষক জাফর ইকবাল ও সলিমুন্নেছা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক তসলিমুর রহমান সহকারী নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচন পরিচালনা করেন।

আপনার জেলার সংবাদ পড়তে