সেনবাগের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সৈয়দ লুহুল আমিন স্মৃতি একাডেমির শিক্ষার পরিবেশ উন্নয়নে “উন্নয়ন অভিযাত্রা” নামের এক বিশেষ আয়োজন সম্পন্ন হয়েছে। দুপুরে সৈয়দ হারুন ফাউন্ডেশন এর পৃষ্ঠপোষকতায় “উন্নয়ন অভিযাত্রা ২০২৫” কর্মসূচির অংশ হিসেবে প্রতিষ্ঠানটিতে নতুন ভাবে সংযোজিত স্কুল গাড়ি ও নতুন বেঞ্চ উদ্বোধন করা হয়।
একাডেমীর সিইও মোঃ আবদুস ছাত্তারের সভাপতিত্বে ও একাডেমীর সহকারী শিক্ষক মো: সৌরভ হোসেন সঞ্চালনা অনুষ্ঠিত সভায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজের সভাপতি ও এসএফ গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর সৈয়দা শারমিন আক্তার। আমন্ত্রিত অতিথি ছিলেন, লায়ন সৈয়দ হারুন এমজেএফ এর জামাতা স্মৃতি স্মরণ্য। বিশেষ অতিথি ছিলেন, সৈয়দ হারুন এর সহধর্মিণী এসএফ গ্রুপের ভাইস চেয়ারম্যান সৈয়দা সাজেদা রশিদ শেলী, কানকিরহাট ডিগ্রি কলেজের অধ্যাপক ও সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমীর পরিচালক মো: আবদুল জব্বার, সিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমীর পরিচালক মো: আবুল খায়ের, সৈয়দ হারুন ফাউন্ডেশনের আহবায়ক ইমরান হোসেন, সদস্য সচিব মাহমুদুর রহমান রাকিব।
অনুষ্ঠানে সৈয়দ হারুন ফাউন্ডেশনের সাবেক আহবায়ক জাবের আহমদ, ফাউন্ডেশনের সদস্যবৃন্দ,শিক্ষক-অভিভাবক,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।