সাতক্ষীরায় ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা আয়োজনের দাবিতে মানববন্ধন

এফএনএস (এস.এম. শহিদুল ইসলাম; সাতক্ষীরা) : | প্রকাশ: ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:৩৯ পিএম
সাতক্ষীরায় ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা আয়োজনের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরার চারশত বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা পুনরায় আয়োজনের দাবিতে শহরের নিউমার্কেট মোড়ে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জেলা সম্মিলিত ব্যবসায়ী মহল ও সাধারণ মানুষ এই কর্মসূচির আয়োজন করে।

সভায় সভাপতিত্ব করেন সাবেক মন্ত্রী ডা. আফতাবুজ্জামান। বক্তব্য রাখেন সাবেক জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল, জেলা নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলি নুর খান বাবুল, উদীচী শিল্পীগোষ্ঠীর জেলা সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, জেলা ডেকোরেটর মালিক সমিতির নেতা কামরুজ্জামান কামু, হোটেল রেস্তোরাঁ ব্যবসায়ী সমিতির জিল্লুর রহমান, বস্ত্র ব্যবসায়ী সমিতির মাসুম বিল্লাহ মিল্টনসহ অনেকে।

এছাড়া সংহতি প্রকাশ করেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ কামরুল ইসলাম ফারুক, সাংবাদিক সোসাইটির সভাপতি তৌফিকুজ্জামান লিটু, নারী উদ্যোক্তা তামান্না তাসনিম, কণ্ঠশিল্পী আবু আফফান রোজবাবু, স্বদেশ এনজিওর নির্বাহী পরিচালক মাধব দত্ত, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, জেলা নাগরিক কমিটির আহ্বায়ক অ্যাড. শেখ আজাদ হোসেন বেলাল, ফুচকা ও ভাজা ব্যবসায়ী সমিতির সভাপতি বিল্লাল হোসেনসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, সাতক্ষীরার অন্যান্য ঐতিহ্যের মতো গুড়পুকুরের মেলাও জেলার মানুষের সংস্কৃতি ও অর্থনীতির অংশ। এই মেলা কেন্দ্র করে স্থানীয় নার্সারি, ডেকোরেটর, হস্তশিল্প, কুটির শিল্প, খাবারের দোকান ও খেলাধুলা সংশ্লিষ্ট অসংখ্য মানুষের জীবিকা জড়িয়ে আছে। অথচ আইনশৃঙ্খলার অজুহাতে দীর্ঘদিন ধরে ঐতিহ্যবাহী এই মেলা বন্ধ রাখা হয়েছে, যা জেলার মানুষের সংস্কৃতি ও অর্থনীতির ওপর আঘাত।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে প্রশাসন মেলা আয়োজনের সিদ্ধান্ত না নিলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। কর্মসূচি শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

মানববন্ধনের সঞ্চালনা করেন উদীচী জেলা সভাপতি শেখ সিদ্দিকুর রহমান ও লাইব্রেরির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল।

আপনার জেলার সংবাদ পড়তে