ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মাদক সেবনের দায়ে মোহাম্মদ মারজান(৩০) নামের এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ২০০ টাকা জরিমানাও করা হয়। আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর)উপজেলার কুন্ডা ইউনিয়নের নোয়াপাড়ায় অভিযান পরিচালনা করে এ আদেশ দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিল কবির । দণ্ডাদেশপ্রাপ্ত মোহাম্মদ মারজান কুন্ডা গ্রামের নোয়াপাড়ার রইজ মিয়ার ছেলে।
এসময় নাসিরনগর থানার এসআই সুনীল চন্দ্র সূত্রধরসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিল কবির জানান,মারজান মাদক সেবন করে দীর্ঘদিন ধরে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছিল। আজ বিকালে পুলিশসহ তার বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। মাদক সেবনরত অবস্থায় তাকে হাতেনাতে ধরা হয়। মারজানকে আটকের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ (৫) ধারায় তাকে এ শাস্তি দেওয়া হয়। জনস্বার্থে মাদকবিরোধী অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।