গজারিয়ায় দুই শিক্ষকের অবসর জনিত বিদায় সংবর্ধনা:

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৫৩ পিএম
গজারিয়ায় দুই শিক্ষকের অবসর জনিত বিদায় সংবর্ধনা:

মুন্সীগঞ্জের গজারিয়ায় ভিটিকান্দি  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ ও সহকারী শিক্ষিকা নাছিমা খানমের অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের শিক্ষকবৃৃন্দ ছাত্র-ছাত্রী, নয়াকান্দি ও ভিটিকান্দি গ্রামবাসীর উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা প্রাথমিক সহকারী অফিসার শাফিয়া বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহনাজ পারভীন।

ভিটিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাসিমা আক্তারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারের ইন্সট্রাক্টর মোহাম্মদ আইয়ুব মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা সহকারী অফিসার মোহাম্মদ আসাদুজ্জামান,ইলিয়াস আহমেদ প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে বিদায়ী  শিক্ষকদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। 

এসময় উপস্থিত ছিলেন, ভবেরচর ইউনিয়ন পরিষদের ২নাম্বার ওয়ার্ড সদস্য ইলিয়াস প্রধান, বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন প্রধান, ভিটিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক জহির উদ্দিন, ফিরোজ আহমেদ, সমাজ সেবক আতাউর রহমান খোকন শিকদার, সাবেক ইউপি সদস্য রোকরুজ্জামান সিকদার,ওয়ার্ড বিএনপির নেতা মোতালেব দেওয়ান, সমাজ সেবক শাহ-আলম প্রধানসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও অত্র বিদ্যালয়ের কর্মচারী শিক্ষার্থী।

আপনার জেলার সংবাদ পড়তে