সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দূর্গাপুজা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে পার্বতীপুর উপজেলা পূজা উদযাপন কমিটি ও পূজামণ্ডপ কমিটির সভাপতি সম্পাদক বৃন্দদের সাথে এক প্রস্তুতিমূলক সভা হয়েছে। পার্বতীপুর পৌরসভা ও ১০ ইউনিয়নে ১৩৮টি পূজা মণ্ডপে দূর্গাপুজা উদযাপিত হবে। আসন্ন শারদীয় দূর্গোৎসব সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা বাহিনীর পাশাপাশি, বাংলাদেশ সেনাবাহিনী, আনছার, গ্রাম পুলিশ ও স্বেচ্ছাসেবীরা নিরাপত্তার দায়িত্ব পালন করবেন বলে প্রস্তুতিমূলক সভায় জানানো হয়।
আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার মো: সাদ্দাম হোসেন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন- বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট মিরাজুল হক মাহি, পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ফখরুল ইসলাম, দিনাজপুর পল্লীবিদ্যুৎ-২ পার্বতীপুর জোনাল অফিসের ডিজিএম জহুরুল ইসলাম, পার্বতীপুর আবাসিক প্রকৌশলী (নেসকো) উপ-বিভাগীয় প্রকৌশলী মাসুদ পারভেজ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগন, বাংলাদেশ পূজা উদযাপন কমিটির পার্বতীপুর শাখার সভাপতি কৈলাশ প্রসাদ সোনার, সাধারণ সম্পাদক দিপেশ চন্দ্র সিংহ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, পৌরসভা ও ইউনিয়নের পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
এব্যাপারে পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাদ্দাম হোসেন বলেন, পুজা মন্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে। কোন প্রকার বিশৃঙ্খলা করা যাবে না এবং প্রশাসনের দিকনির্দেশনা অনুযায়ী কাজ করতে সবাইকে অনুরোধ করেন। দূর্গাপুজা নির্বিঘ্নে পালনে সকলকে ঐক্যবন্ধভাবে কাজ করতে হবে।