জীবন পরিচালনা করতে ধ্যান অনুশীলনের গুরুত্ব অপরিসীম

এফএনএস (কেশব কুমার বড়ুয়া; হাটহাজারী, চট্টগ্রাম) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ২৯ নভেম্বর, ২০২৪, ০৬:৩৩ এএম
জীবন পরিচালনা করতে ধ্যান অনুশীলনের গুরুত্ব অপরিসীম

বাংলাদেশের  বৌদ্ধদের ২য় সর্বোচ্চ  ধর্মীয় গুরু শাসনস্তম্ভ, বিচিত্র ধর্ম কথিক ভদন্ত ধর্মপ্রিয় মহাস্থবির বলেছেন, নিয়মানুবর্তিতার মাধ্যমে প্রাত্যহিক জীবন পরিচালনা করতে ধ্যান অনুশীলন তথা মেডিটেশনের গুরুত্ব অপরিসীম। ধ্যান অনুশীলনকারীরা কোন প্রানীর অমঙ্গল কামনা করেন। মানুষসহ প্রত্যেক প্রানীর প্রতি তাঁরা করুনা শীল হয়ে থাকে। কর্মের মধ্যে তাঁরা অবিচল থেকে আপন জীবনকে পরিশুদ্ধ করাই তাঁদের একমাত্র লক্ষ্য থাকে। তিনি গতকাল শুক্রবার চট্টগ্রামের   হাটহাজারীর গুমানমর্দ্দন গ্রামের  আর্যশ্রবক ডাক্তার রাজেন্দ্র লাল মুৎসুদ্দীর স্মরণ সভা, বৈকালিক সংঘদান, অস্ট- উপকরন দান ও আর্যশ্রবক রাজেন্দ্র লাল মুৎসুদ্দীর স্মৃতি চৈত্য নির্মাণ কাজের শুভ সূচনা  উপলক্ষে আয়োজিত সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। স্হানীয় শান্তি বিহারের অধ্যক্ষ ভদন্ত  এম. ধর্মবোধি মহাথরো এর  উপস্থাপনায়  অনুষ্ঠিত সভায় প্রধান ধর্মদেশক ছিলেন  ভদন্ত ড. দেবপ্রিয় মহাস্থবির। বিশেষ অতিথি ছিলেন  যথাক্রমে ভদন্ত দীপানন্দ মহাথের,  ভদন্ত বুদ্ধপ্রিয় মহাস্থবির, ভদন্ত ড. বুদ্ধপাল স্থবির, ভদন্ত বিশ্বমিত্র স্থবির, ভদন্ত সত্যলংকার স্থবির, ভদন্ত বিনশ্রী স্ববির। অনুষ্ঠানে উদ্ধোধনী ব্যক্তব্য রাখেন শিক্ষক  দীলিপ বড়ুয়া, স্বাগত ব্যক্তব্য রাখেন সাংবাদিক কেশব কুমার বড়ুয়।শুভেচ্ছা বক্তব্য রাখেন লায়ন  অনুপম বড়ুয়া, এডভোকেট. তুষার কান্তি  মুৎসুর্দ্দী, শিক্ষিক জঠিল বড়ুয়া, বোধিপাল বড়ুয়া ও বিদর্শন সাধক সত্যজিৎ বড়ুয়া প্রমূখ। পরে উপ- সংঘরাজ চৈত্য নির্মান কাজের আনুষ্ঠানিক শুভ সূচনা করেন। 

আপনার জেলার সংবাদ পড়তে