জাতিসংঘকে ‘অকার্যকর’ সংস্থা বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ০১:২৮ এএম
storage/2025/september/24/news/fair-news-service_68d2f4d840956-1758655704.jpg

জাতিসংঘের কার্যকারিতা নিয়ে তীব্র সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের বিতর্ক পর্বে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) তিনি ভাষণ দেন এবং শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘকে ‘অকার্যকর’ আখ্যা দেন।

অধিবেশনের শুরুতে জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস ও ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভার বক্তব্যের পর পোডিয়ামে ওঠেন ট্রাম্প। তিনি অভিযোগ করেন, জাতিসংঘ তার বিপুল সম্ভাবনার কাছাকাছিও পৌঁছাতে পারেনি। তার ভাষায়, ‘‘জাতিসংঘের অসাধারণ সম্ভাবনা রয়েছে, কিন্তু তারা সেই সম্ভাবনার কাছাকাছিও যেতে পারেনি।’’

ভাষণে ট্রাম্প দাবি করেন, তার মধ্যস্থতায় বিশ্বব্যাপী সাতটি যুদ্ধ থেমেছে। যদিও এসব সংঘাতে যুক্তরাষ্ট্রের ভূমিকাকে ঘিরে নানা প্রশ্ন রয়েছে। তিনি বলেন, ‘‘খুবই দুঃখজনক যে জাতিসংঘের পরিবর্তে আমাকে এসব করতে হয়েছে এবং আরও খারাপ ব্যাপার হলো, কোনো ক্ষেত্রেই জাতিসংঘ সহায়তা করার চেষ্টা করেনি।’’

শান্তি প্রতিষ্ঠায় নিজেকে নোবেল শান্তি পুরস্কারের যোগ্য দাবি করে ট্রাম্প বলেন, লাখো মানুষকে বাঁচানোর কাজে তিনি ব্যস্ত ছিলেন বলে এ বিষয়টি আগে ভাবেননি। তবে পরে উপলব্ধি করেছেন, জাতিসংঘ তাদের পাশে দাঁড়ায়নি।

ভাষণের শুরুতেই তিনি জাতিসংঘের সদর দফতরের অব্যবস্থাপনার কথা উল্লেখ করেন। ট্রাম্প জানান, প্রবেশের সময় একটি এসক্যালেটর কাজ করা বন্ধ করে দেয়ায় তাকে হেঁটে উঠতে হয়েছে। আবার ভাষণের সময় টেলিপ্রম্পটার নষ্ট হয়ে যায়। তার মতে, এসব অব্যবস্থাপনা জাতিসংঘের সামগ্রিক দুর্বলতার প্রতীক।

জাতিসংঘকে শুধু কঠোর ভাষায় বিবৃতি প্রদানকারী একটি প্রতিষ্ঠান হিসেবে আখ্যা দিয়ে ট্রাম্প প্রশ্ন তোলেন, ‘‘জাতিসংঘের উদ্দেশ্যটাই বা কী? তারা শক্ত বিবৃতি দেয়, কিন্তু নিজেদের কথাই বাস্তবায়ন করতে পারে না।’’

ভাষণে তিনি গাজা প্রসঙ্গও তুলে ধরেন। যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় তিনি সক্রিয়ভাবে কাজ করছেন বলে জানান ট্রাম্প। তার দাবি, ‘‘আমাদের অবিলম্বে গাজায় যুদ্ধ বন্ধ করতে হবে। বন্দিদের ফিরিয়ে আনতে হবে। আমরা ২০ জন জীবিত এবং ৩৮টি মৃতদেহ ফেরত চাই।’’

তিনি আরও অভিযোগ করেন, পশ্চিমা কয়েকটি দেশ সম্প্রতি ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়ে হামাসকে পুরস্কৃত করেছে। হামাস বারবার শান্তির যুক্তিসঙ্গত প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বলেও অভিযোগ করেন তিনি।