কালীগঞ্জ জাতীয়তাবাদী কৃষক দলের কমিটি গঠন হায়দার আলী শেখ সভাপতি নুর আলম সরকার সম্পাদক

মোঃ আল-আমিন দেওয়ান; কালীগঞ্জ, গাজীপুর | প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ০১:২৯ এএম
কালীগঞ্জ জাতীয়তাবাদী কৃষক দলের কমিটি গঠন হায়দার আলী শেখ সভাপতি নুর আলম সরকার সম্পাদক
গাজীপুরের কালীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কালীগঞ্জ পৌরসভা শাখা কমিটি গঠন করা হয়েছে। মো. হায়দার আলী শেখকে সভাপতি ও মো. নুর আলম সরকারকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল গাজীপুর জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক মো. মাহবুবুর রহমান ও সদস্য সচিব ফকির ইসকান্দার আলম জানু। জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল গাজীপুর জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক মো. মাহবুবুর রহমান ও সদস্য সচিব ফকির ইসকান্দার আলম জানু গত সোমবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কালীগঞ্জ পৌরসভা শাখার ২১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন করেন। কমিটিতে সভাপতি মো. হায়দার আলী শেখ, সিনিয়র সহ-সভাপতি মো. ইলিয়াছ মিয়া, সহ-সভাপতি বেলায়েত হোসেন, কাজী আমির হোসেন, মো. নুর আলম, রহিম উদ্দিন শেখ। সাধারণ সম্পাদক মো. নুর আলম সরকার, যুগ্ম সম্পাদক আরিফুল ইসলাম ও আশরাফুল আলম অরুণ, সহ-সাধারন সম্পাদক মো. বেলায়েত হোসেন ও মো. দুলাল মিয়া। সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল্লাহ খান, প্রচার সম্পাদক আবুল কাশেম, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর সিকদার, যোগাযোগ বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক রোকেয়া বেগম, সদস্য আতাউর রহমান, মারুফ দেওয়ান, মো. হারুন মিয়া ও মানিক মোল্লা। নব গঠিত কমিটির সভাপতি মো. হায়দার আলী শেখ বলেন, বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে সুখী ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, কালীগঞ্জ পৌর শাখার অনুমোদন দিয়েছেন। আমরা তারেক রহমানের ৩১ দফা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য কাজ করব। বাংলার জনগণের ঐক্যবদ্ধতা বিএনপির মূল শক্তি, এই শক্তি আগামীতে সুন্দর ও সুখী বাংলাদেশ গড়তে সবচেয়ে বড় অবদান রাখবে।
আপনার জেলার সংবাদ পড়তে