বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, মাদক আজ সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেছে। মাদকের ছোবল থেকে রক্ষা করতে না পারলে যুবসমাজের ধ্বংস অনিবার্য। যুবসমাজকে মাদকের করালগ্রাস থেকে রক্ষা করা না গেলে ভবিষ্যতে দেশের রাজনীতির হাল ধরার মতো কেউ থাকবে না।
মঙ্গলবার সকালে গাজীপুরের টঙ্গী দত্তপাড়া এলাকায় সাহাজ উদ্দিন সরকার স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষিকাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে হাসান সরকার এসব কথা বলেন।
সাহাজ উদ্দিন সরকার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক মো. আনিসুর রহমানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বিএনপি নেতা হাজী বাবর আলী, গাজীপুর মহানগর বিএনপির সাবেক প্রকাশনা সম্পাদক আজিজুল হক রাজু মাস্টার, মহানগর যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ সুমন প্রমুখ।