রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শাটডাউন কর্মসূচি সাত দিনের জন্য স্থগিত

নিজস্ব প্রতিবেদক
| আপডেট: ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:২৮ পিএম | প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ০১:৫৭ পিএম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শাটডাউন কর্মসূচি সাত দিনের জন্য স্থগিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা পুনর্বহাল ও শিক্ষক লাঞ্ছনার ঘটনার বিচার দাবিতে চলমান শাটডাউন কর্মসূচি সাত দিনের জন্য স্থগিত করা হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা জরুরি সভা শেষে এ সিদ্ধান্ত ঘোষণা করেন।

অফিসার সমিতির সভাপতি মো. মোক্তার হোসেন ও কোষাধ্যক্ষ মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রশাসনের পক্ষ থেকে দ্রুত দাবিগুলো বাস্তবায়নের আশ্বাসের ভিত্তিতে বেলা ১টা থেকে কর্মসূচি স্থগিত রাখা হয়েছে। তবে সাত কর্মদিবসের মধ্যে অগ্রগতি না হলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।

পূর্ববর্তী এক সপ্তাহে আন্দোলন উত্তপ্ত হয়ে ওঠে। ১৮ সেপ্টেম্বর পর্যন্ত রাকসু নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করলেও সেদিন সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় প্রশাসন বাতিল হওয়া পোষ্য কোটা পুনর্বহাল করলে প্রতিবাদে নেমে আসে শিক্ষার্থীরা। আন্দোলনের মধ্যে ২০ সেপ্টেম্বর শিক্ষক-কর্মকর্তাদের সঙ্গে শিক্ষার্থীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা প্রথমে একদিনের কর্মবিরতি পালন করেন, পরে তা অনির্দিষ্টকালের শাটডাউনে রূপ নেয়।

এ অবস্থায় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেয়। ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক আমিরুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের হাতে উপ-উপাচার্য লাঞ্ছিত হওয়ার মতো ঘটনা বিশ্ববিদ্যালয়ের মর্যাদার জন্য অগ্রহণযোগ্য। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে।

এদিকে, ছাত্রশিবিরের নেতারা অভিযোগ করেন, শাটডাউন ও কোটা ইস্যুকে সামনে এনে পরিকল্পিতভাবে রাকসু নির্বাচন বানচালের চেষ্টা হচ্ছে। তাদের দাবি, এই আন্দোলন শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ নষ্ট করছে।

অন্যদিকে, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার জানান, আন্দোলন স্থগিতের পর থেকে কর্মকর্তা-কর্মচারীরা কাজে ফিরেছেন এবং বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম স্বাভাবিক হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে