কাহারোলে সকল ব্লকে একযোগে আলোর ফাঁদ কার্যক্রম

এফএনএস (মোঃ আব্দুল্লাহ; কাহারোল, দিনাজপুর) :
| আপডেট: ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ০১:৫৮ পিএম | প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ০১:৫৮ পিএম
কাহারোলে সকল ব্লকে একযোগে আলোর ফাঁদ কার্যক্রম

রোপা আমন নির্বিঘ্নে উৎপাদনের লক্ষ্যে ক্ষতিকর বালাই পরিস্থিতি পর্যবেক্ষণ ও দমনে উপজেলার সকল ব্লকে একযোগে আলোর ফাঁদ কার্যক্রম অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের পূর্ব সুলতানপুর ব্লকে আলোর ফাঁদ কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রধান অতিথী ছিলেন, কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মিজ মোকলেদা খাতুন মীম। সভাপতিত্ব করেন, কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা কৃষিবিদ মল্লিকা রানি সেহানবীশ। এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ খুরশিদ আলম, উপসহকারী কৃষি কর্মকর্তা এ,এস,এম মোঃ আব্দুর রহিম, মেহেদি হাসান, ইউপি সদস্য মোছা: নুর নাহার সহ কৃষকগণ। কৃষি কর্মকর্তা বলেন, কৃষকেরা মাঠ পর্যায়ে পাচিং বা ডাল প্রথা, জৈব বালাই নাশকের ব্যবহার এবং ফেরোমন ফাঁদ প্রয়োগ করে ধানের ক্ষতিকর পোকার আক্রমণ নিয়ন্ত্রণ করছে। প্রযুক্তি উপকারী পোকার সংরক্ষণে সহায়তা করছে। এবং রাসায়নিক কিটনাশক ব্যবহার ছাড়াই বালাই ব্যবস্থাপনা কার্যক্রম কার্যকর হচ্ছে। সময়মত পরিচর্যা ও সঠিক প্রযুক্তির প্রয়োগ অব্যাহত থাকলে চলতি মৌসুমে আমনের ভালো ফলন পাওয়া যাবে বলে আশা করছেন কৃষি বিভাগ। 

আপনার জেলার সংবাদ পড়তে