দুর্গাপূজা উপলক্ষে ভোমরা স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ

এফএনএস (এস.এম. শহিদুল ইসলাম; সাতক্ষীরা) : | প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ০২:২০ পিএম
দুর্গাপূজা উপলক্ষে ভোমরা স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে টানা সাত দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময়ে যাত্রীবাহী ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মধ্যে পাসপোর্টযাত্রী পারাপার স্বাভাবিকভাবে চলবে। ভোমরা স্থলবন্দর সূত্রে জানা গেছে, আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ ও ভারতের মধ্যে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। পরবর্তীতে ৪ অক্টোবর থেকে স্বাভাবিক কার্যক্রম আবারও শুরু হবে।

এর আগে সোমবার ভারতীয় আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন একটি চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে ভোমরা সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনকে অবহিত করেছে। এতে বলা হয়, দুর্গাপূজা উপলক্ষে সাত দিন ভারতের ব্যবসায়ীরাও তাদের কার্যক্রম বন্ধ রাখবেন।

ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাজ্জাক হোসেন তোতা জানান, প্রতিবছরের মতো এবারও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতের ব্যবসায়ীরা এই সময় বন্দর কার্যক্রম স্থগিত রাখছেন। ফলে বাংলাদেশের আমদানিকারকরাও ওই সময় কোনো কার্যক্রম পরিচালনা করবেন না।

তিনি আরও বলেন, নির্ধারিত সময় শেষে ৪ অক্টোবর থেকে ভোমরা স্থলবন্দর দিয়ে স্বাভাবিক নিয়মে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

আপনার জেলার সংবাদ পড়তে