কক্সবাজার সদরের পিএমখালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড ভোট কেন্দ্র পুর্ণবহালের দাবী জানিয়েছেন এলাকাবাসী। এরই ধারাবাহিকতায় গত ২৩ সেপ্টেম্বর জেলা নির্বাচন অফিসার বরাবরে স্থানীয় ইউপি মেম্বার জালাল উদ্দিনের নেতৃত্বে একটি লিখিত আবেদন দিয়েছেন এলাকার শত শত সাধারণ ভোটার।
উক্ত লিখিত আবেদনে জানানো হয়, পিএমখালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আওতাধীন গোলার পাড়া, মিয়াজী পাড়া, পশ্চিম পাতলী, উত্তর পাতলি ও চৌধুরী পাড়ার লোকজন ডিকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করে আসছেন। উক্ত ভোট কেন্দ্রে যাতায়াতের জন্য সুবিধা থাকাই লোকজন কোন প্রতিবন্ধকতা ছাড়াই ভোট প্রদান করতে পারেন।
তাই এলাকার মানুষের সুবিধার্থে উক্ত ভোট কেন্দ্র পূর্ণবহাল রাখার দাবি জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ। এসময় এলাকার সাবেক বর্তমান ও সাবেক জনপ্রতিনিধি, সমাজ সেবক, সর্দারসহ গন্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।