পোরশায় সড়ক দুর্ঘ্যটনায় নিহত ১

এফএনএস (এম. রইচ উদ্দিন; পোরশা, নওগাঁ) :
| আপডেট: ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:৪১ পিএম | প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:২৫ পিএম
পোরশায় সড়ক দুর্ঘ্যটনায় নিহত ১

নওগাঁর পোরশায় ব্যাটারী চালিত চার্জার ভ্যান ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিজাম উদ্দিন(৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। হাকিম(৫৫) ও ফাইম(১৭) অপর দুজন আহত হয়েছেন। নিহত নিজাম উদ্দিন সাপাহার উপজেলার দক্ষিন খোট্টাপাড়ার সাইফুদ্দিনের ছেলে এবং আহতরা হলেন শিতলী গ্রামের আব্দুল জব্বার ও ফয়েজের ছেলে। জানাগেছে, বুধবার সকালে নিজাম উদ্দিন মোটরসাইকেল যোগে নিতপুরের দিকে যাওয়ার সময় নিতপুর বড় ব্রিজের কাছে অপরদিক থেকে আসা ব্যাটারী চালিত চার্জার ভ্যানের সাথে মুখোমুৃখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল ও ভ্যানের চালক সহ তিনজন গুরুতর আহত হয়। স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে নিজাম উদ্দিনকে রাজশাহীতে পাঠানোর সময় সে মারা যায়। অপরদিকে আহত দুজনকে পোরশা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়েছে। পোরশা থানা অফিসার ইনচার্জ মিন্টু রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এছাড়াও তারা মৌখিকভাবে অবগত হয়ে লাশ থানায় নিয়ে এসে ময়না তদন্তে প্রেরনের জন্য হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে বলে তিনি জানান। 

আপনার জেলার সংবাদ পড়তে