আসন্ন শারদীয় দুর্গাপুজা নিবিঘ্ন পালন উপলক্ষে পুজা কমিটির নেতৃবৃন্দের সাথে বিএনপির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় কয়রা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাডঃ মোমরেজুল ইসলাম। এ উপলক্ষে আলোচনায় বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মনিরুজ্জামান বেল্টু, কয়রার বিএনপি নেতা মোঃ শরিফুল আলম, শেখ সালাউদ্দিন লিটন, আলহাজ্ব এফ এম মনিরুজ্জামান মনি, মঞ্জুর মোর্শেদ, আবুল বাশার ডাবলু, ডাঃ নুর ইসলাম খোকন,পুজা পরিচালনা কমিটির এ্যাডঃ প্রমথ চন্দ্র মন্ডল, রাম কৃষ্ণ দাস, অর্পন সানা, অরবিন্দ কুমার মন্ডল, নিরঞ্জন মন্ডল, যুবদল নেতা ইহছানুর রহমান, আকবার হোসেন, আবুল কালাম আজাদ কাজল, আছাদুল ইসলাম, কৃষক দল নেতা এস এম গোলাম রসুল, স্বেচ্ছাসেবক দল নেতা নুরুল ইসলাম খোকা, ডিএম হেলাল উদ্দিন, প্রভাষক রবিউল ইসলাম, ছাত্রদল নেতা আরিফ বিল্লাহ সবুজ, মাহমুদ হাসান, ইমরান হোসেন প্রমুখ।