ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দূর্ঘটনা নিহত ৫, আহত ৩

এফএনএস (মোঃ মাহাবুবুর রহমান; মুন্সীগঞ্জ ) :
| আপডেট: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৪ পিএম | প্রকাশ: ২৭ ডিসেম্বর, ২০২৪, ০৪:২৯ এএম
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দূর্ঘটনা নিহত ৫, আহত ৩

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দূঘটনায় একই পরিবারের তিন জন সহ ৫ যাত্রী নিহত এবং ৩ জন আহত হয়েছেন । নিহতরা হলেন আমেনা আক্তার ( ৪৫),ইসরাত জাহান ( ২৬ ) , রিয়া মনি ( ১১ ) , আইয়াজ হোসেন ( ২) এবং মোঃ আব্দুল্লাহ (৭ )।

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল কাদের জিলানী  জানান , আজ শুক্রবার  সকাল ১১ টায়    ঢাকা - মাওয়া এক্সপ্রেসওয়ের  ধলেম্বরী টোলপ্লাজায়  মাওয়াগামী প্রাইভেটকার ,মোটর সাইকেল ও মাক্রোবাস টোর পরিশোধের জন্য দাড়িয়ে ছিল। এমন সময় বেপারী পরিবহনের একটি বাস সমনে থাকা গাড়িগুলোকে ধাক্কা দেয়। এতে সামনে দাড়িয়ে থাকা গাড়িগুলো ধুমরে মুচরে যায় । একাদিক গাড়ির পরপর ধাক্কায়  ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। আশংকাজনক অবস্থায় ১০ জনকে  জনকে ঢাকায়  মিডফোর্ট হাসপাতালে পাঠানো হয় । পথিমধ্যে আহত ৪ জনের মৃত্যু হয়।নিহতরা হলেন মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার নন্দনকোনা গ্রামের ইকবাল হোসেনের স্ত্রী আমেনা আক্তার ,তার দুই মেয়ে ইসরাত জাহান ও রিয়া মনি , রাজধানীর কদমতলীর জুরাই এলাকার মোঃ সোহাগের পুত্র আইয়াজ হোসেন , রাজধানীর হাতিরঝিল এলাকার সুমন হোসেনের শিশু পুত্র মোঃ আব্দুল্লাহ। আহতরা হলেন নিহত াামেনা আক্তারের মেয়ে অনামিকা াাক্তার জুরাইনের নুর মোহাম্মদের পুত্র নুর আলম এবং তার মেয়ে ফাহমিদা আক্তার।নিহত শিশু পুত্র আব্দুল্লাহ পিতা  সুমন হোসেনের সাথে মাটরসাইকেলে ছিল মোটর নসাইকেলে ধাক্কা লাগার পর আব্দুল্লাহ চিটকে পরে যায়। হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকতা জানান , দূর্ঘটনা কবলিত যানবাহনগুলোকে সড়িয়ে যানচলাচল স্বাভাবিক করা হয়েছে।


আপনার জেলার সংবাদ পড়তে