রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কার ছাড়া স্বাধীন দুদক গঠন সম্ভব নয়: ইফতেখারুজ্জামান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:১৩ পিএম
রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কার ছাড়া স্বাধীন দুদক গঠন সম্ভব নয়: ইফতেখারুজ্জামান

বাংলাদেশের রাজনৈতিক ও আমলাতান্ত্রিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন না হলে একটি স্বাধীন ও কার্যকর দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রতিষ্ঠা সম্ভব হবে না বলে মত দিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে টিআইবির সঙ্গে পাঁচ বছর মেয়াদি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

সমঝোতা স্মারক সই করেন দুদকের পক্ষে মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এবং টিআইবির পক্ষে নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। চুক্তির আওতায় দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, নৈতিকতা চর্চা, পদ্ধতিগত উৎকর্ষ, গবেষণা, প্রশিক্ষণ, প্রচারাভিযান এবং যৌথ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

দুদক সংস্কার প্রসঙ্গে ড. ইফতেখারুজ্জামান বলেন, “সংস্কার বিষয়ে বড় ধরনের প্রতিবন্ধকতা নেই। সরকারের সিদ্ধান্তক্রমে বাস্তবায়নযোগ্য কিছু সুপারিশ রয়েছে, আবার রাজনৈতিক দলগুলোর ঐকমত্য প্রয়োজন এমন কিছু সুপারিশও আছে। ইতোমধ্যে অধিকাংশ ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো সম্মত হয়েছে, যদিও বড় কয়েকটি দল কিছু বিষয়ে আপত্তি জানিয়েছে। এসব নিয়ে বিশেষজ্ঞদের মতামত নেওয়া হচ্ছে।”

তিনি জানান, দুদককে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া এবং সরকারের প্রত্যক্ষ নিয়ন্ত্রণ থেকে নিয়োগ প্রক্রিয়াকে আলাদা করা—এই দুই বিষয়ে এখনো সুস্পষ্ট অগ্রগতি নেই। তবে সংস্কার কমিশনের ৪৭টি সুপারিশ বাস্তবায়িত হলে আদর্শ ও স্বাধীন দুদক প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

টিআইবির নির্বাহী পরিচালক বলেন, “শুধু আইন পরিবর্তন করলেই হবে না। দেশের রাজনৈতিক ও আমলাতান্ত্রিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন না এলে দুর্নীতি দমন কমিশন বাস্তবে কার্যকর ভূমিকা রাখতে পারবে না।”

আপনার জেলার সংবাদ পড়তে