সাতক্ষীরায় সপ্তাহব্যাপী দুর্নীতি প্রতিরোধ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

এফএনএস (এস.এম. শহিদুল ইসলাম; সাতক্ষীরা) :
| আপডেট: ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:২৭ পিএম | প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:২৭ পিএম
সাতক্ষীরায় সপ্তাহব্যাপী দুর্নীতি প্রতিরোধ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য, গড়বো আগামীর শুদ্ধতা”-এই অঙ্গীকারকে হৃদয়ে ধারণ করে সাতক্ষীরায় শেষ হলো সপ্তাহব্যাপী দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা-২০২৫। বুধবার (২৪ সেপ্টেম্বর) সদর উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা। সঞ্চালনায় ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ ও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, খুলনার উপপরিচালক মো. আবদুল ওয়াদুদ।

বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজা, দুদকের উপ-সহকারী পরিচালক মো. রুবেল হোসেন এবং সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্বে) মো. আবুল হোসেন।

প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা উপপরিচালক মিজানুর রহমান শরীফ, আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক মো. আজমল কবির, জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা, বিএডিসির সহকারী প্রকৌশলী মো. ইবনে সীনা ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. রিয়াজুল ইসলাম। মডারেটরের দায়িত্ব পালন করেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. শরীফুল ইসলাম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আব্দুর রব ওয়ার্ছি, অধ্যাপক আব্দুল ওহাব আজাদ, অধ্যক্ষ রেজাউল করিম, রেবেকা সুলতানা, এড. মুনিরুদ্দীন, জিএম নাজমুল আরিফ, কাজী শাহাবুদ্দীন, এনামুল কবির খান, প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলামসহ সমাজের বিভিন্ন স্তরের গুণীজন।

প্রতিযোগিতায় জেলার সাতটি উপজেলার পাশাপাশি সদর উপজেলার ৩২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। ফাইনালে বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিল- “স্বাধীন বিচার বিভাগই দুর্নীতি দমন নিশ্চিত করতে পারে।” এ প্রতিযোগিতায় বিপক্ষ দল সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় জয়লাভ করে, পক্ষ দল হিসেবে অংশ নেয় ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডি.বি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্নীতি, বৈষম্য, সন্ত্রাস ও মাদকমুক্ত একটি বাংলাদেশই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্য অর্জনে তরুণ প্রজন্মকে হতে হবে সচেতন, সাহসী ও দৃঢ়প্রতিজ্ঞ। তারা আরও বলেন, সপ্তাহব্যাপী এ প্রতিযোগিতার মাধ্যমে নতুন প্রজন্মের ভেতরে যে চেতনার আলো জ্বলে উঠেছে, তা আগামীর শুদ্ধ, ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে অনুপ্রেরণা জোগাবে।

পুরো অনুষ্ঠানজুড়ে শিক্ষার্থী, শিক্ষক, জেলা-উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা মিলিত হয়ে এক অভিন্ন কণ্ঠে উচ্চারণ করেন- দুর্নীতিমুক্ত বাংলাদেশই হবে আমাদের আগামী।

আপনার জেলার সংবাদ পড়তে