সিলেটে অবৈধ যানবাহন ও স্ট্যান্ডের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে

এফএনএস (এইচ এম শহীদুল ইসলাম; সিলেট) : | প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৫০ পিএম
সিলেটে অবৈধ যানবাহন ও স্ট্যান্ডের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে

সিলেট নগরীতে অবৈধ যানবাহন, অবৈধ স্ট্যান্ড ও ব্যাটারি চালিত রিকশার বিরুদ্ধে চলমান অভিযানের বিষয়ে প্রেস ব্রিফিং করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১২টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সভাকক্ষে সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত এ প্রেস ব্রিফিংয়ে তিনি নগরীর শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় গৃহীত পদক্ষেপ তুলে ধরেন।

পুলিশ কমিশনার জানান, নগরীতে প্রতিদিন বিশেষ অভিযান পরিচালনার পাশাপাশি ২-৩টি মোবাইল টিমও নিয়মিত কাজ করছে। হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো তরুণদের ক্ষেত্রে মামলা না দিয়ে হেলমেট কিনে আনার পর ছেড়ে দেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, সকাল ৮টার পর নগরীতে মালামাল আনলোড করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রথম ধাপে নগরীর ৩৮টি অটোরিকশা গ্যারেজ ও চার্জিং পয়েন্টে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তালিকার বাইরে থাকা গ্যারেজগুলোকেও চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।

যাদের নিজস্ব পার্কিং স্থান রয়েছে অথচ দোকান বসানো হয়েছে, তাদের দ্রুত দোকান সরিয়ে পার্কিং চালু করার নির্দেশনা দেন কমিশনার। পাশাপাশি, অনৈতিক কর্মকাণ্ড হয় এমন হোটেল-অতিথিশালার বিরুদ্ধেও অভিযান চলবে বলে তিনি জানান।

অভিযান চলমান থাকবে উল্লেখ করে কমিশনার বলেন, “যতদিন না নগরী অবৈধ যানবাহন ও অবৈধ স্ট্যান্ডমুক্ত হচ্ছে, ততদিন পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।” তিনি আরও বলেন, নগরবাসীর সহযোগিতা তাদেরকে অনুপ্রাণিত করছে এবং এই সমর্থন অব্যাহত থাকলে শিগগিরই একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ সিলেট নগর গড়ে তোলা সম্ভব হবে। প্রেস ব্রিফিংয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সিলেটের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে