নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব একেএম আলী নেওয়াজ জানিয়েছেন-বিদেশি কূটনীতিকরা বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে একটি অবাধ ও নিরপেক্ষ পরিবেশ দেখতে চেয়েছেন। কমিশনও সেইলক্ষ্যে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশালে অনুষ্ঠিত হয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি ও বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা। মাঠপর্যায়ের শীর্ষ নির্বাচন কর্মকর্তারা এ সভায় অংশগ্রহণ করেন। বুধবার দুপুর একটা থেকে দুইটা পর্যন্ত ঘন্টাব্যাপী বরিশালের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সভা শেষে সাংবাদিকদের সাথে বিদেশী কোন রাষ্ট্রদূত কথা না বললেও সভাশেষে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব একেএম আলী নেওয়াজ জানিয়েছেন, সভায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস, নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন আরাল্ড গুলব্র্যান্ডসেন, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক অংশগ্রহণ করেন।
অতিরিক্ত সচিব আরও জানিয়েছেন-বিদেশীরা বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে কমিশনের প্রস্তুতির নানা বিষয়ে জানতে চেয়েছেন। একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন করার লক্ষ্যে আইনের কিছু পরিবর্তন, বিভিন্ন লজিস্টিক সাপোর্ট চাওয়া হয়েছে বলেও অতিরিক্ত সচিব একেএম আলী নেওয়াজ উল্লেখ করেন। দুই দিনের সফরের প্রথমদিনে নির্বাচন কর্মকর্তাদের সাথে বৈঠক ছাড়াও রাষ্ট্রদূতগণ বরিশালে বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করবেন।