শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেটের দক্ষিণ সুরমার জৈনপুরে অবস্থিত ৫১ পীঠের অন্যতম মহাপীঠ শ্রীশ্রী মহালক্ষ্ণী ভৈরবী গ্রীবা মহাপীঠে মহাঅষ্টমীর দিন কুমারী পূজার আয়োজন করা হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় এ পূজা অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানসূচি অনুযায়ী, ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠীতে আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। ২৯ সেপ্টেম্বর মহাসপ্তমীতে পূজা, পুষ্পাঞ্জলি, ভোগারতি দর্শন, মহাপ্রসাদ বিতরণ এবং সন্ধ্যায় আরতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।
৩০ সেপ্টেম্বর মহাঅষ্টমীতে কুমারী পূজার পাশাপাশি পুষ্পাঞ্জলি, ভোগারতি ও মহাপ্রসাদ বিতরণের আয়োজন রয়েছে। সন্ধ্যায় আরতি শেষে রাত ৯টায় সনাতনী সাংস্কৃতিক সংগঠন ‘ঐতিহ্য’ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে।
১ অক্টোবর মহানবমীতে পূজা-অর্চনা শেষে সন্ধ্যায় আরতি ও রাত ৯টায় ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নাটক ‘দেশপূজা’ মঞ্চস্থ হবে। ২ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে দুর্গাপূজা শেষ হবে। এ বছর দেবীর আগমন ঘটবে গজে এবং গমন হবে দোলায়।
এছাড়া, ৬ অক্টোবর শ্রীশ্রী কোজাগরী লক্ষ্ণীপূজা ও ২০ অক্টোবর শ্রীশ্রী শ্যামাপূজা অনুষ্ঠিত হবে।
শ্রীশ্রী মহালক্ষ্ণী ভৈরবী গ্রীবা মহাপীঠের সভাপতি কিশলয় ভৌমিক চন্দন ও সাধারণ সম্পাদক জনার্দন চক্রবর্তী মিটু পূজাকে সফল করতে ভক্তবৃন্দ ও সাধারণ মানুষের সহযোগিতা ও উপস্থিতি কামনা করেছেন।