সাতদিনের রিমান্ডের আবেদন

বাজিতপুরে রাকিব হত্যা মামলা নিয়ে ধুম্রজাল, সন্দেহ হিসেবে গ্রেপ্তার ১

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৫৩ পিএম
বাজিতপুরে রাকিব হত্যা মামলা নিয়ে ধুম্রজাল, সন্দেহ হিসেবে গ্রেপ্তার ১

 কিশোরগঞ্জের বাজিতপুর পৌর শহরের বসাক পাড়া বাসা থেকে মঙ্গলবার দিবাগত রাত ৯টার দিকে বাজিতপুর থানার পুলিশের সহযোগীতায় আলোচিত রাকিব হত্যা মামলার সন্দেহাতীত ভাবে বি-বাড়িয়া দুবাজাইল নৌ-পুলিশ ফাড়ির এস.আই কাশি চন্দ্র শর্মাসহ একদল পুলিশ সাইফুল ইসলামের ছেলে আশিকুল ইসলাম তনয় (২১) কে গ্রেপ্তার করেন। পরে তদন্ত কর্মকর্তার নিকট থেকে জানা যায়, রাকিব হত্যা হওয়ার আগে তনয় (রাকিবের সাথে) ফোনে অনেক কথা হয়েছে বলে পুলিশের নিকট এসব কথা বলেন। মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, আশিকুল ইসলাম তনয় কে আজ বুধবার দুপুরের দিকে কিশোরগঞ্জ কোর্টে চালান দেওয়া হয়েছে। তিনি বলেন, রাকিব হত্যার মামলা সন্দেহাতীত আসামী তনয় কে ৭ দিনের রিমান্ডের কোর্টে আবেদন করেন। জানা যায় রাকিব হত্যা মামলা নিয়ে বাজিতপুর উপজেলার কৈলাগ ইউনিয়নে কয়েক বার মানব বন্ধন ও সাংবাদিক সম্মেলন করা হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, রাকিব হত্যা মামলার সঙ্গে যারা প্রকৃত ভাবে জড়িত তাদের কে গ্রেপ্তার করার জন্য বলা হয়েছে। আর যারা দূষি নয় তাদেরকে যেন এই মামলা থেকে রেহাই দেওয়ার জন্য আইন প্রয়োগকারীর সংস্থার উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট এলাকাবাসীর দাবী।

আপনার জেলার সংবাদ পড়তে