সাত কলেজ শিক্ষার্থীদের ৩ দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:০৭ পিএম
সাত কলেজ শিক্ষার্থীদের ৩ দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ–২০২৫’-এর খসড়া নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন রাজধানীর সাত কলেজের শিক্ষার্থীরা। তারা অভিযোগ করেছেন, এই খসড়া তাদের দীর্ঘদিনের আন্দোলনের স্বপ্নকে ভেঙে দিয়েছে এবং সেটিকে একটি প্রহসনে পরিণত করেছে। শিক্ষার্থীরা স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন, দাবি আদায় না হলে তাদের আন্দোলন আরও কঠোর আকার ধারণ করবে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, দীর্ঘ সংগ্রাম ও আত্মত্যাগের প্রতিফলন হিসেবে তারা একটি আশাব্যঞ্জক অধ্যাদেশ প্রত্যাশা করেছিলেন। কিন্তু প্রকাশিত খসড়া অধ্যাদেশ তাদের প্রত্যাশাকে ‘গলা টিপে হত্যা’ করেছে। বিবৃতিতে এই প্রস্তাবনাকে ‘বৈষম্যমূলক’ ও ‘অবিবেচনাপ্রসূত’ আখ্যা দিয়ে তারা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেন।

শিক্ষার্থীদের দাবি, যেসব শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থেকে অব্যবস্থাপনা, অবহেলা ও সেশনজটের শিকার হয়েছেন, তাদেরই চলমান সেশনগুলোকে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে রেখে দেওয়া হয়েছে। তারা বলেন, “এটি নিছক তামাশা ছাড়া আর কিছুই নয়।”

বিবৃতিতে শিক্ষার্থীরা তিন দফা দাবি পেশ করেন। প্রথমত, চলমান সব বর্ষের শিক্ষার্থীকে শর্তহীনভাবে আত্তীকরণ করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থী হিসেবে গেজেট প্রকাশ করতে হবে। দ্বিতীয়ত, আগামী ১৫ কর্মদিবসের মধ্যে সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে প্রজ্ঞাপন জারি করতে হবে। তৃতীয়ত, অধ্যাদেশ কার্যকর হওয়ার এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ প্রশাসন নিয়োগ দিয়ে নতুন বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করতে হবে।

শিক্ষার্থীরা স্পষ্ট ভাষায় সতর্ক করেছেন যে, শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) যদি এই দাবি পূরণ না করে, তবে অধ্যাদেশ কার্যকর করতে হলে তাদের লাশের ওপর দিয়েই তা করতে হবে।

আপনার জেলার সংবাদ পড়তে