আশাশুনি সরকারি কলেজ পরিদর্শনে জেলা প্রশাসক

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ২৭ ডিসেম্বর, ২০২৪, ০৪:৫৭ এএম
আশাশুনি সরকারি কলেজ পরিদর্শনে জেলা প্রশাসক

আশাশুনি সরকারি কলেজ পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহম্মেদ। শুক্রবার কলেজ মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে তিনি কলেজ পরিদর্শন করেন। 

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হোসেন আলী, সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, প্রভাষক রবিউল ইসলাম, প্রভাষক মাসুদুর রহমান, প্রভাষক জহুরুল ইসলাম, প্রভাষক জাহিদুল ইসলাম, প্রভাষক জি এম আকরাম হোসেন, আইবিডব্লিউএফ সভাপতি এ বি এম আলমগীর পিন্টু, মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিদর্শক বেলাল হোসাইন, প্রাক্তন মেম্বার আব্দুর রহিম, সাংবাদিক এসএম মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। পরিদর্শন কালে কলেজে অস্থায়ী সেনা ক্যাম্প স্থাপন করায় ক্লাস পরিচালনা এবং শিক্ষক ও ছাত্রদের যাওয়া আসার সমস্যার বিষয়টি জেলা প্রশাসক মহোদয়কে কলেজ কর্তৃপক্ষ অবহিত করেন। তিনি বিকল্প ব্যবস্থা নেয়ার চেষ্টা করবেন বলে কলেজ কর্তৃপক্ষকে আশ্বস্ত করেন।

আপনার জেলার সংবাদ পড়তে