চাটমোহরে শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টা

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:২৮ পিএম
চাটমোহরে শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টা

পাবনার চাটমোহরে ৫ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টর অভিযোগ উঠেছে। এ বিষয়ে ওই শিুর পিতা চাটমোহর থানায় একটি মামলা দায়ের করেছেন।  ঘটনাটি ঘটেছে উপজেলার মূলগ্রাম ইউনিযনের শিবপুর গ্রামে।  

অভিযোগ ও থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানা গেছে,গত ২২ সেপ্টেম্বর বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের শিবপুর গ্রামের বিলের পাশে ব্রিজের কাছে ওই শিশুকে দাঁড় করিয়ে রেখে তার পিতা মাছ শিকার করতে যায়। মাছ শিকার করে ফিরে এসে দেখে মেয়ে সেখানে নেই। মেয়ে বাড়ি চলে গেছে মনে করে পিতাে বাড়ি ফিরে যান। কিন্তু বাড়িতে গিয়ে মেয়েকে না দেখে খোঁজাখুঁজি শুরু করেন।  একপর্যায়ে গ্রামের জুলমত মোল্লার নামক এক ব্যক্তির কোলে কান্নারত অবস্থায় মেয়েকে দেখতে পাননি তিনি। তাকে কান্নার কারণ জিজ্ঞেস করলে শিশু কন্যা ও উদ্ধার করা ব্যক্তি জানায়,শিবপুর গ্রামের ওসমান গনির ধানের ক্ষেতের পাশে মাছ ধরার ভাওর ঘর সংলগ্ন রাস্তার পাশে ওই গ্রামের শফির ছেলে শিমুল হোসেন (১৯) শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে।  রাস্তা দিয়ে যাওয়ার সময় বিষয়টি জুলমত মোল্লা এগিয়ে গেলে শিমুল দৌড়ে পালিয়ে যায়। 

এ ব্যাপারে মেয়েটির পিতা গত ২৩ সেপ্টেম্বর চাটমোহর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযুক্ত শিমুল হোসেনের বিরুদ্ধে একটি মা/মলা দায়ের করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম জানান,অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।







ফরিদপুরে ২০ লাখ টাকার চায়নাদুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : পাবনার ফরিদপুরে চায়নাদুয়ারি জালের কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল জব্দ করেছে স্থানীয় প্রশাসন। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সানাউল মোর্শেদ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) উপজেলার আগপুঙ্গলী গ্রামের ২টি অবৈধ চায়নাদুয়ারী জাল তৈরির কারখানা অভিযান চালান। এসময় সেখান থেকে বিপুল পরিমাণ চায়নাদুয়ারি জাল ও জাল তৈরির উপকরণ জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল  জনসম্মুখে পুড়িয়ে দেওয়া হয়েছে। এসব জাল ও উপকরণের মুল্য আনুমানিক ২০ লক্ষ টাকা বলে সংশ্লিষ্টরাা জানান। অভিযানের সময় পাবনা  জেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার পাল,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুজিত কুমার মুন্সী,থানার এসআই ইমরান হোসেনসহ সঙ্গীয় পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে