কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ধরলা নদী বেষ্টিত গোড়কমন্ডপ গ্রামকে ধরলা নদীর ভাঙ্গন থেকে রক্ষার জন্য টেকসই বেড়িবাঁধের দাবিতে ভাঙ্গন কবলিত হাজারো মানুষের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে গোড়ক মন্ডপ গ্রামের ভাঙ্গন কবলিত এলাকায় এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এর আয়োজন করেন অ্যাক্টিভিস্টা, কুড়িগ্রাম ও ফুলবাড়ী উপজেলার সর্বস্তরের জনগণ। মানববন্ধন কর্মসূচীর সার্বিক দেখাশোনা করেন উদয়াঙ্কুর সেবা সংস্থার কো অর্ডিনেটর রবিউল ইসলাম।
এতে বক্তব্য রাখেন বিএনপিনেতা মুসাব্বের আলী মুসা, আব্দুল মান্নান মুকুল, জামায়াতনেতা রফিকুল ইসলাম, সামছুল হুদা বাবুল, একশান এইড বাংলাদেশ-এর ডেপুটী ম্যানেজার আরিফ সিদ্দিকী, স্থানীয় মেম্বার আয়াজ উদ্দিন, এম আব্দুর রশিদ, অ্যাক্টিভিস্টা প্রতিনিধি শাকিলা আক্তার শান্তা, ভাঙ্গন কবলিত ভুক্তভোগী জুলেখা বেগম প্রমূখ।
্ববক্তারা বলেন, কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ধরলা নদীর ভাঙ্গনে বসতভিটা, রাস্তা,ঘাট, আবাদী জমি,কবরস্থানসহ বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হচ্ছে। অথচ এখানে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হচ্ছেনা। ভাঙ্গন রোধের জন্য যখন এভাবে মানববন্ধন করা হয় তখন কর্তৃপক্ষ ভাঙ্গন কবলিতদের সান্তনা স্বরুপ কিছু জিওব্যাগ দিয়ে কাজ শেষ করেন।
আমরা আর জিওব্যাগ চাইনা। আমরা এখানকার ধরলা নদী ভাঙ্গনের স্থায়ী সমাধান হিসেবে টেকসই বেড়িবাঁধ চাই। দ্রুত সময়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও নদীর স্থায়ী শাসন ব্যবস্থা করে ভাঙ্গন কবলিতদের বাসস্থান দাবি করে বক্তারা।