গর্ভবতী নারীর স্বাস্থ্য ও মৃত্যু ঝুঁকি এবং শিশু মৃত্যু কমানোর মূল লক্ষ্য নিয়ে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রে বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত শাশুড়ি এক ব্যতিক্রমী মেলা অনুষ্ঠিত হয়েছে।
মেলাটির সহযোগীতায় ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগ ও ল্যাম্ব। অর্থায়নে ছিলো ইউএনএফপি। প্রায় দিনব্যাপী মেলায় অংশগ্রহণ করে নাওডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন এলাকার শতাধিক নারী, স্কুলের কিশোরী শিক্ষার্থীরাসহ এলাকার সচেতন মানুষ।
এ মেলায় সভাতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনোয়ার হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম পরিবার পরিকল্পনা দপ্তরের সহকারি পরিচালক মেজবা উদ্দিন, বিশেষ অতিথি এমওএমসিএইচ ডাঃ ফেরদৌসি খাতুন, জাপাইকো ডিস্ট্রিক্ট র্কোডিনেটর ডাঃ শুভাশ্রী, ল্যাম্ব-এর প্রজেক্ট অফিসার বাদল এককা, ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর মনজুরা বেগম, ইসলামী রিলিফ বাংলাদেশ-এর গাব্রিয়েল কিসকু প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফুলমতি কমিািউনিটি ক্লিনিকের সিএইসিপি আতিকুর রহমান।
বউ শাশুড়ি মেলার আলোচনা সভায় নাওঙাঙ্গা পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪ ঘন্টা স্বাস্থ্য সেবা প্রদান, গর্ভবতী ও প্রসুতি নারীদের প্রসব পূর্ব এবং প্রসব পরবর্তী সেবা এবং প্রাতিষ্ঠানিক ডেলিভারি নিশ্চিতকরণের বিষয়টির উপর গুরুত্ব আরোপ করা হয়।
একই সাথে কিশোর-কিশোরীদের বিশেষ কাউন্সেলিং ও বউ শাশুড়িদের একে অপরের সহযোগী হিসেবে কাজ করা, নিজ নিজ এলাকায় প্রাতিষ্ঠানিক ডেলিভারি বিষয়ে পাড়াপড়শিকে সচেতন করার পরামর্শ দেওয়া হয়। চলতি মাসে এই কেন্দ্রে ৬ জন গর্ভবতী মায়ের নরমালিভাবে সফল প্রসব করানোর তথ্য তুলে ধরা হয়েছে।
আলোচনা সভার বক্তারা জানান, কুড়িগ্রামে এক লক্ষ প্রতিবন্ধী শিশু রয়েছে। স্বাস্থ্য কেন্দ্রে না এসে বাড়িতে প্রসব করার কারনে এখানে প্রতিবন্ধী শিশুর সংখ্যা বাড়ছে। এ সময় বক্তারা বিনামূল্যে সরকারি স্বাস্থ্য কেন্দ্র গুলোতে গর্ভবতী নারীদের প্রসব করানোর জন্য সবাইকে সচেতন থাকার আহবান জানান।
আলোচনা সভা শেষে অতিথিরা মেলায় প্রদর্শিত ৬ টি স্টোল -প্রসব পূর্ববর্তী-পরবর্তী সেবা ও পরামর্শ কর্ণার, ভায়া পরীক্ষা ও রক্ত পরীক্ষা কর্ণার,ডায়াবেটিস পরীক্ষা ও রক্ত পরীক্ষা কর্ণার, কিশোরী কর্ণার, ফিস্টুলা কাউন্সিলিং কর্ণার পরিদর্শন করেন। এই স্টোল গুলোতে সকাল থেকে বিকেল ৪ টা পর্যন্ত নারীরা সেবা গ্রহণ করেন।