সেনবাগে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের সমন্বয় সভা

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : | প্রকাশ: ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:৩০ পিএম
সেনবাগে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের সমন্বয় সভা

টাইফয়েড নিমূলে টিকাদান ক্যাম্পেইন সফল করার লক্ষে টিকাদান ক্যাম্পেইনের সমন্বয় সভা বৃহস্পতিবার সেনবাগ উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। 

সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর উদ্যোগের আয়োজিত ওই সমন্বয় সভায় উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তারের সভাপতিত্বে ও  এমটি.ইপিআই কর্মকর্তা মোঃ গিয়াস উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমন্বয় সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিররবা পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রাদিফা আফরোজ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডাক্তার এএসএফ হাসিবুল আলম, সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মিজানুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার আনোয়ার ফারভেজ,উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোতায়ের হোসেন, প্রোগ্রামার অফিসার আবদুল হামিদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শম্পা কর, নিরাপদ খাদ্য কর্মকর্তা মাহতাব উদ্দিন,পরিসংখ্যানবিদ সালামত উল্লাহ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আহবায়ক কামাল উদ্দিন, মোহাম্মদপুর রামেন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইসমাইল, সেনবাগ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর পাটোয়ারী, নির্বাহী সদস্য কাজী ফখরুল ইসলাম, সেনবাগ উপজেলা প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন স্বপন সহ বিভিন্ন দপ্তরের কর্তকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার এলাকার সকল প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কাওমী ও এবতেদায়ী মাদরাসায ভর্তি হওয়া সকল প্রাক-প্রাথমিক থেকে ৯ শ্রেনি পর্যন্ত সকল শিক্ষার্থীকে রেজিষ্টেশনের আওতায় আনার লক্ষে এবং বিদ্যালয়ের বাহিরে থাকা ৯ মাস থেকে ১৫ বছর বয়সের সকলকে টিকাদান কর্মসূচিতে আনার লক্ষে জুম্মা খোদবায় আলোচনা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ইলেট্রিক ও প্রিন্ট মিডিয়ায় প্রচারনা চালনার ওপর জোরে দেন।

উল্লেখ্যঃ আগামী ১২ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত সপ্তাহ ব্যাপী ওই টাইফয়েডের টিকাদান ক্যাম্পেইন শেষে এ টিকাদানকে নিয়মিত টিকাদান কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে