কুষ্টিয়ার ভেড়ামারার মূলধারার সাংবাদিকদের বাদ দিয়েই অনুষ্ঠিত হলো কুষ্টিয়ার নবাগত জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরিফীনের সাথে সাংবাদিকদেও মতবিনিময় সভা। আজ ২৫শে সেপ্টেম্বর (বৃহস্পতিবার) উপজেলা প্রশাসনের আয়োজনে মিনি অডিটোরিয়ামে এই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
জানা গেছে, উপজেলা প্রশাসন নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু হাসনাত মোহাম্মদ আরিফিনের সাথে ভেড়ামারা উপজেলার বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক, শিক্ষকবৃন্দ, সুশীল সমাজ ও জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকায় কর্মরত স্থানীয় সাংবাদিকদের নিয়ে মত বিনিময় সভার আয়োজন করে। সাংবাদিকদের অভিযোগ কোন অজ্ঞাত কারনে বা থলের বিড়াল বেরিয়ে আসার ভয়ে মতবিনিময় সভায় মূলধরার সাংবাদিকদের বাদ দেওয়া হয়। বেছে নেওয়া হয় উপজেলা নির্বাহী অফিসারের আজ্ঞাবহ এমন কতিপয় সাংবাদিকদের। বাদ দেওয়া হয় দৈনিক ইত্তেফাক, যুগান্তর, কালবেলা, মানবজমিন, সংগ্রাম, ইনকিলাব, প্রতিদিনের সংবাদ, সমকাল, প্রতিদিনের খবর, সংবাদ, যায় যায় দিন, জনবানী সহ ভেড়ামারায় কর্মরত মূলধারার সংবাদকর্মীদেরকে। এ ঘটনা স্থানীয় সাংবাদিকদের মাঝে ক্ষোভের সৃষ্টি করেছে।
দৈনিক যুগান্তর পত্রিকার সিনিয়র সাংবাদিক রেজাউল করিম উপজেলা প্রশাসনের উপর ক্ষোভ প্রকাশ করে বলেন, ৪০ বছর ধওে সাংবাদিকতা করছি। ২৪ বছর দৈনিক যুগান্তরের প্রতিনিধি। কুষ্টিয়ার জেলা প্রশাসক আমাদের সম্মানিত অতিথি। তার প্রগামে আমাকে দাওয়াত না দেওয়া খুবই দুঃখজনক। তিনি বলেন, শুনেছি ইউ এন ও মহোদয় তার পক্ষের কয়েকজন সাংবাদিককে শুধু দাওয়াত করেছিলেন। যা ছিল দায়সারা।
এ বিষয়ে ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম’র কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, দাওয়াত দেওয়ার কাজ গুলো করেন আমার অফিসের ষ্টাফরা। তারা কেন মূলধারার সাংবাদিকদেও দাওয়াত দেয় নি, তা আমি খতিয়ে দেখছি।