কুমিল্লায় চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

এফএনএস (মুন্সী কামাল আতাতুর্ক মিসেল; কুমিল্লা দক্ষিণ) : | প্রকাশ: ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:০৩ পিএম
কুমিল্লায় চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

কুমিল্লায় ব্যাটারিচালিত অটোরিকশা চালক এক কিশোরকে হত্যা করে গাড়ী ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) জেলার দাউদকান্দি উপজেলা পৌরসভার দৌলদী ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে দৌলদী ব্রিজের কাছ থেকে নিহত চালক ফাহিম (১২) লাশ উদ্ধার করে থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন  দাউদকান্দি মডেল থানা ওসি মো. জুনায়েত চৌধুরী।  নিহত ফাহিম সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার শরীফপুর গ্রামের মজিবুর রহমান এর ছেলে। তার মা দুই ভাই-বোন নিয়ে দাউদকান্দি পৌরসভার তুজারভাঙ্গা ভাড়া বাসায় বসবাস করতেন। 

স্থানীয় ও দাউদকান্দি মডেল থানা সূত্রে জানা যায়, ফাহিম ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে সংসার চালাত। বুধবার ফাহিম ভাড়ায় চালিত একটি ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। রাত গভীর হলে সে বাসায় না ফিরলে তার মা নূরনাহার অটোরিকশার মালিক আমিনুলের কাছে আসেন। পরে তিনি বিষয়টি থানা পুলিশকে জানান। এরপর বৃহস্পতিবার দুপুরে ফাহিমের মরদেহ দৌলদী ব্রিজের কাছে পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

দাউদকান্দি মডেল থানা ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘অটোরিকশা চালক শিশু ফাহিমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা পাঠানো হয়েছে। ধারণা করছি চালককে হত্যা করে ছিনতাইকারীরা অটোরিকশাটি নিয়ে গেছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভযান অব্যাহত রয়েছে।  তিনি আরও বলেন, বৃহস্পতিবার দুপুরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে