মেহেদী হাসান (৪) নামে এক শিশুকে গলা টিপে হত্যা করা হয়েছে। জড়িতকে পুলিশ গ্রেফতার করেছে। অফিসার ইনচার্জ(ওসি) জামিরুল ইসলাম জানান, লাশ প্রথমে পুকুরের ফেলে রাখা হয়।পানিতে পড়ে মৃত্যু হয়েছে ধারনা করে, স্বজনরা দাফন করলেও,ঘটনা আর চাপা থাকেনি। প্রতিবেশী মেহেদীকে গলা টিপে হত্যা করা হয়েছে, জানা জানির পরেই শিশুটির মা মিষ্টি বেগম থানায় অভিযোগে প্রতিবেশী সুইটি বেগমকে(২৩) পুলিশ গ্রেফতার করে। দুদিন পর অর্থাৎ একই দিন বুধবার সন্ধ্যায় পুলিশ লাশ করে কবর থেকে উত্তোলন করে মর্গে পাঠায়। শিশু মেহেদী হাসান সদর ইউনিয়নের রামকৃষ্ণপুরদেউলি গ্রামের আরিফের ছেলে।স্বামী- স্ত্রী সম্পর্ক বিচ্ছেদ ঘটলে শিশু মেহেদী একই উপজেলার নারচী ইউনিনের কুপতলা গ্রামে নানার বাড়িতে থাকতো।