ধামইরহাটে যুবদল নেতার গাড়ি ভাঙচুর

এফএনএস (মোঃ আবু মুসা স্বপন ; ধামইরহাট, নওগাঁ) : | প্রকাশ: ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:১৯ পিএম
ধামইরহাটে যুবদল নেতার গাড়ি ভাঙচুর

নওগাঁর ধামইরহাটে যুবদল নেতা আলহাজ্ব রুহুল আমিনের উপরে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তার নিজস্ব ব্যবহৃত একটি গাড়ি ভাঙচুর করেন দূর্বৃত্তরা। ২৪ সেপ্টেম্বর রাত ৯টায় উপজেলার ফার্শিপাড়া এলাকার রাস্তায় এ ঘটনাটি ঘটে। তিনি উপজেলা যুবদলের সাবেক দুইবারের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে কে হামলা চালিয়েছেন তা এখনো জানা যায়নি। তিনি উপজেলার চৌঘাট বস্তাবর এলাকার ইসমাইল হোসেন এর ছেলে।

এ বিষয়ে ভুক্তভোগী রুহুল আমিন জানান, আমি উপজেলা আমাইতাড়া বাজার থেকে রাঙামাটি এলাকায় রাতে আমার ড্রাইভারসহ একটি দাওয়াতে অংশগ্রহণ করতে যাচ্ছিলাম। পথে ফার্শিপাড়া এলাকায় গেলে ৪টি মোটরসাইকেল যোগে কয়েকজন এসে আমার পথ রোধ করেন। পরে তারা আমার গাড়ির সামনে ভাঙচুর করেন। দূর্বৃত্তরা সবাই হেলমেট ও মাস্ক ব্যবহার করে হামলা চালানোয় কাউকে সেভাবে আমি চিনতে পারিনি।

তিনিও আরও জানান, আমাদের অভ্যন্তরীন দলীয় কোন্দলের কারণে হয়তো কোন পক্ষ আমার উপরে হামলা চালাতে পারেন।

ধামইরহাট থানার ওসি ইমাম জাফর জানান, এ বিষয়ে আমাকে কেহ অবগত করেনি। যদি কেহ অভিযোগ করেন তাহলে অবশ্যই ঘটনার সত্যতা ও তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে