নাগেশ্বরী সরকারি কলেজে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

এফএনএস (হাফিজুর রহমান হৃদয়; নাগেশ্বরী, কুড়িগ্রাম) : | প্রকাশ: ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৩২ পিএম
নাগেশ্বরী সরকারি কলেজে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। স্বোচ্ছায় রক্তদাতা সংগঠন নাগেশ্বরী ব্লাড ব্যাংকের উদ্যোগে নাগেশ্বরী সরকারি কলেজে বহস্পতিবার সকাল ১০টা হইতে দুপুর ১টা পর্যন্ত এ কার্যক্রম পরিচালনা করে সংগঠনটি। কর্মসূচির উদ্বোধন করেন কলেজের সহকারী অধ্যাপক সফিকুল ইসলাম মন্ডল ও প্রভাষক জাকির হোসেন ও নাগেশ্বরী ব্লাড ব্যাংকের উপদেষ্টা ডা. সাইফুল ইসলাম। কর্মসূচিতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক রবিউল ইসলাম, সভাপতি রাশেদ আহমেদ, সাধারণ সম্পাদক লিটু মিয়া, কোষাধক্ষ্য সিহাবুল ইসলাম , মহিলা বিষয়ক সম্পাদক উম্মে কুলসুম সদস্য, সাঈফ, রশিদ, অন্তর, স্বাধীন, আনোয়ারুল ইসলাম, লাভলু, হেলালসহ অন্যান্য স্বেচ্ছাসেবকবৃন্দ।

আপনার জেলার সংবাদ পড়তে