খুলনা মহানগর ও জেলার সকল একাডেমিক কোচিং কার্যক্রম সকাল সাতটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান চলাকালীন বন্ধ রাখতে হবে। একই সাথে সকলকে ‘শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধ নীতিমালা-২০১২’ এর অনুশাসন মেনে চলতে অনুরোধ করা হয়েছে। এ নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বৃহস্পতিবার খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিকুর রহমান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে খুলনা জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান এ প্রতিবেদককে বলেন, মূলত শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিতি নিশ্চিত করতেই এ নির্দেশনা দেয়া হয়েছে। এ নির্দেশনা কেউ অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, খুলনা মহানগর ও জেলায় ব্যাঙের ছাতার মত শত শত কোচিং সেন্টার গড়ে উঠেছে। স্কুল-কলেজসহ শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস চলাকালীন কোচিং সেন্টারগুলো তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে। ফলে শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাসে উপস্থিতির পরিবর্তে কোচিং সেন্টারেই পড়ে থাকে। এ কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থী উপস্থিতির হার অনেকাংশেই হ্রাস পেয়েছে। ফলে অভিভাবক ও সচেতন খুলনাবাসীর দাবির প্রেক্ষিতে জেলা প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।