দায়েমছাতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে রাজকীয় বিদায়

এফএনএস (মাইনুদ্দিন দুলাল; নাঙ্গলকোট, কুমিল্লা) : | প্রকাশ: ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:১৫ পিএম
দায়েমছাতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে রাজকীয় বিদায়

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা সুনামধন্য প্রতিষ্ঠান দায়েমছাতি উচ্চ বিদ্যালয়ের সৎ নিষ্ঠাবান ও আদর্শ প্রধান শিক্ষক মফিজুর রহমান বি,এস-সি কে দীর্ঘ ৩৯ বছরের কর্ম জীবন শেষে ফুল সজ্জিত গাড়ীতে তিনি রাজকীয় বিদায় লাভ করেন।এই সুযোগে সাবেক ও বর্তমান শিক্ষার্থী,সহকর্মী এবং এলাকা বাসী বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত হয়ে শিক্ষক মফিজুর রহমান কে শ্রদ্ধা জানান।কান্না জড়িত কন্ঠে আবেগাপ্লুত হয়ে পড়েন অবসরপ্রাপ্ত শিক্ষক।

বৃহস্পতিবার সকাল ১০ টায় দায়েমছাতি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।নাঙ্গলকোট পৌরসভা বিএনপি সভাপতি ও দায়েমছাতি উচ্চ বিদ্যালয়ের সভাপতি আনোয়ার হোসেন (ছোট)নয়নের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইউনুছ। দায়েমছাতি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কাশেম ও কামরুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন নাঙ্গলকোট উপজেলা প্রধান শিক্ষক পরিষদের সভাপতি আবুল কালাম আজাদ,সাধারণ সম্পাদক শহিদুল্লাহ মজুমদার স্বপন,নাঙ্গলকোট উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবু বক্কর ছিদ্দিক লিটন,সাধারণ সম্পাদক মাহবুবুল হক, হেসাখাল ইউনিয়ন বিএনপি সভাপতি মফিজুর রহমান ডিলার, উপজেলা যুবদলের সভাপতি প্রত্যাশি নেতা এস এম নাছির উদ্দীন, অভিভাবক সদস্য ফারুক হোসেন,শিক্ষক প্রতিনিধি আব্দুল করিম মজুমদার প্রমুখ। অনুষ্ঠানে শেষে বিদায় শিক্ষক কে উপহার সামগ্রী প্রধান করেন অতিথি বৃন্দ, বিদ্যালয় শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থী বৃন্দ। পরে প্রধান শিক্ষক মফিজুর রহমান কে পরিচালনা কমিটি ও শিক্ষক শিক্ষার্থীরা ফুল সজ্জিত প্রাইভেটকারে বাড়ীতে পৌঁছে দেন।

আপনার জেলার সংবাদ পড়তে