পিআর পদ্ধতি সংবিধানে নেই—আইন বদলানোর ক্ষমতাও আমাদের নেই: সিইসি

এফএনএস অনলাইন: | প্রকাশ: ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:২০ পিএম
পিআর পদ্ধতি সংবিধানে নেই—আইন বদলানোর ক্ষমতাও আমাদের নেই: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের পিআর নির্বাচন প্রসঙ্গে জানিয়েছেন, “সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি দেশের সংবিধান বা গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) অন্তর্ভুক্ত নেই। প্রচলিত নির্বাচনী আইন বা পদ্ধতি বদলানোর ক্ষমতা নির্বাচন কমিশনের (ইসি) নেই।”

কোন পদ্ধতিতে নির্বাচন হবে- এমন প্রশ্নে সিইসি বলেন, “আমাদের যে পদ্ধতি আছে, পিআর তো আরপিওতে নাই। আমরা তো আইন বদলাতে পারি না। আরপিও পরিবর্তন করে পিআর পদ্ধতি চালু করতে হলে আইন বদলাতে হবে। এছাড়া, আরপিওতে যে পদ্ধতি আছে, তা বদলাতে গেলে সংবিধানও বদলানোর প্রশ্ন আসবে।”

সংবিধান পরিবর্তনের কথা বললেই তার বিরুদ্ধে সমালোচনা হতে পারে বলেও মনে করেন তিনি।

এ এম এম নাসির উদ্দিন রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, রাজনৈতিক দলগুলো একটা ফয়সালা বা মীমাংসায় আসুক। উনারা তো বুঝবেন যে আমাদের পক্ষে সম্ভব হবে কি, হবে না। যদি উনারা পিআর চান, তাহলে উনারা বুঝবেন না।

আপনার জেলার সংবাদ পড়তে