কালিগঞ্জে আন্তঃস্কুল ও মাদ্রাসা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

এফএনএস (নিয়াজ কওছার তুহিন; কালিগঞ্জ, সাতক্ষীরা) : | প্রকাশ: ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:২৫ পিএম
কালিগঞ্জে আন্তঃস্কুল ও মাদ্রাসা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল  অনুষ্ঠিত

সাতক্ষীরার কালিগঞ্জে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ মাঠে দক্ষিণ শ্রীপুর কুশলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও রতনপুর তারকনাথ বিদ্যাপীঠের মধ্যকার নির্দ্ধারিত সময়ের খেলা গোলশূণ্যভাবে শেষ হয়। পরে টাইব্রেকারে রতনপুর তারকনাথ বিদ্যাপীঠ ৫-৩ গোলের ব্যবধানে দক্ষিণ শ্রীপুর কুশলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে উপজেলার শ্রেষ্ঠ স্থান অর্জন করে।

প্রচুর সংখ্যক দর্শকের উপস্থিতিতে ফাইনাল খেলা পরিচালনা করেন মঞ্জুর এলাহী রুবেল এবং সহকারী হিসেবে ছিলেন মিজানুর রহমান, রবিউল ইসলাম ও সাকিব হোসেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীনে সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফাইনাল খেলার উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল। 

উপজেলা রেফারী সমিতির সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চলানায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক সহকারী শিক্ষক এটিএম শরিফুল আজাদসহ টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে কালিগঞ্জ উপজেলা পরিষদ মাঠসহ মোট ৪ টি জোনে টুর্নামেন্টের প্রথম পর্বের খেলা অনুষ্ঠিত হয়। গত ২৪ সেপ্টেম্বর ওই চারটি জোনের চ্যাম্পিয়ন দল উপজেলা পরিষদ মাঠে সেমিফাইনালে অংশগ্রহণ করে।

আপনার জেলার সংবাদ পড়তে