নাটোরের সিংড়ায় জাকের পার্টির উদ্যোগে র্যালি ও জনসভা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫ টায় উপজেলার শেরকোল বাজার এলাকায় এই কর্মসূচির আয়োজন করে জাকের পার্টি ও সকল সহযোগি সংগঠন নাটোর জেলা। সংগঠনের চেয়াম্যান মাওলানা খাজাবাবা ফরিদপুরীর নির্দেশে ও কেন্দ্রীয় কর্মসূচির ধারাবাহিকতায় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সংগঠনটি এই কর্মসূচি পালন করছে বলে জানা গেছে।
উপজেলার সাধারণ সম্পাদক মাহফুজুর রহমানের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন জাকের পার্টির নাটোর জেলার সভাপতি কে এম জি ফারুক গুল, সাধারণ সম্পাদক রওশন আলম, সহ-সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, স্বেচ্ছাসেবক ফ্রন্টের সাধারণ সম্পাদক মামুন হোসেন প্রমূখ।