'সুশিক্ষিত শিক্ষার্থী: সমুন্নত পৃথিবী' স্লোগানে সাতক্ষীরার কালিগঞ্জে অনুষ্ঠিত হলো জেলা প্রশাসক এর 'মিট দ্যা স্টুুডেন্টস'। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় কালিগঞ্জ উপজেলা প্রশাসন উপজেলা পরিষদের ক্যাম্পাসে শিক্ষক ও শিক্ষার্থীদের এ মিলনমেলার আয়োজন করেন। এ অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরা নিজেদের উজ্জ্বল ভবিষ্যৎ তৈরীর পাশাপাশি সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি সাতক্ষীরা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদ উপস্থিত শিক্ষার্থীদের সাথে পড়ালেখার প্রতি মনোযোগী হওয়ার মাধ্যমে ভাল ফলাফল অর্জন, নিজের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলা ও দেশের কল্যাণে ভূমিকা পালন নিয়ে খোলামেলা আলোচনা করেন।
তিনি বলেন, শিক্ষা মানুষকে প্রকৃত মানুষ করে। এজন্য শিক্ষার কোন বিকল্প নেই। সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে নির্দিষ্ট লক্ষ্য নিয়ে অগ্রসর হতে হবে ও প্রচুর পরিশ্রম করতে হবে। সৃষ্টিকর্তা মানুষকে বুদ্ধি দিয়েছে, বিবেক দিয়েছে। বুদ্ধি ও বিবেককে কাজে লাগিয়ে নিজেকে গড়ে তুলতে হবে। নিজের শৈশব ও ছাত্রজীবনের বর্ণনা দিয়ে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ প্রত্যেক শিক্ষার্থীকে বিভিন্ন পরামর্শ প্রদানের পাশাপাশি স্বপ্ন বাস্তবায়নে কঠোর অধ্যাবসায় করার জন্য আহবান জানান।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আকরাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী এসএম মাহফুজুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, কালিগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ আজিজুর রহমান, সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসান, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শফিকুল ইসলাম বাবু প্রমুখ।
অনুষ্ঠানে কালিগঞ্জ সরকারি কলেজ, রোকেয়া মনসুর মহিলা কলেজ, সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয়, কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, কাজী আলাউদ্দীন ডিগ্রী কলেজ, নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজ, শিমু-রেজা এমপি কলেজ, দক্ষিণ শ্রীপুর কুশলিয়া উচ্চমাধ্যমিক বিদ্যালয়, মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়, ভদ্রখালী মাধ্যমিক বিদ্যালয়, হাজী তফিল উদ্দীন মহিলা মাদ্রাসা, নাসরুল উলুম সিদ্দিকিয়া মাদ্রাসা, শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থী ও শিক্ষক, সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।