হাজীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থাকে ২-১ গোলে হারিয়েছে চাঁদপুর সদর উপজেলা ক্রীড়া সংস্থা। বৃহস্পতিবার চাঁদপুর স্টেডিয়ামে ২১তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের গ্রুপ পর্যায়ের ৪র্থ খেলায় চাঁদপুর সদর জয়লাভ করায় তারা সেমিফাইনালে উত্তীর্ণ হয়। ২৭ সেপ্টেম্বর দুপুর ৩টায় ২য় সেমিফাইনালে চাঁদপুর সদর মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থার মোকাবেলা করবে। এর আগে আজ শুক্রবার ২৬ সেপ্টেম্বর টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলবে ফরিদগঞ্জ উপজেলা ও শাহরাস্তি উপজেলা দল। বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত চাঁদপুর সদর ও হাজীগঞ্জ দলের খেলায় শুরু থেকেই দাপটে আক্রমণ
থেকে পরপর দুটি গোল করে চাঁদপুর সদরকে লিড এনে দেয় পেনাল্টি শুট আউটে ইয়াসিন ও কর্নার কিক থেকে হেডে আশিক গোল করেন।প্রথমার্ধ ২-০ গোলের লিড ছিল চাঁদপুর। দ্বিতীয়ার্ধে গোল পরিশোধে মরিয়া হয়ে খেলায় সমতা আনার আপ্রাণ চেষ্টা করে হাজিগঞ্জ। তাদের একটি আক্রমণ প্রতিহত করতে গিয়ে চাঁদপুর দলের সিমরান হাজীগঞ্জের এক প্লেয়ার কে মারাত্মক ফাউল করায় রেফারি লাল কার্ড দেখায়। সিমরান লাল কার্ড পেয়ে মাঠ ত্যাগ করায় দশ জনের দলে পরিণত হয় চাঁদপুর। এই সুযোগে খেলার শেষ দিকে নাজমুলের দেয়া গোলে একটি গোল পরিশোধ করে হাজীগঞ্জ। আরেকটি সহজ গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হয় হাজীগঞ্জের ফরওয়ার্ডরা। পরাজয় নিয়ে মাঠ ছাড়েন তারা।
খেলা শেষমেষ ২-১ গোলে সমাপ্ত হয়।
এই ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয় চাঁদপুর সদর দলের গোলকিপার কাউসার। তার হাতে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব একরামুল সিদ্দিকী।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আব্দুল হান্নান রনি, জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল ইমরান খান, সহকারী কমিশনার মো.নাজমুস শাহাদাত ফাহিম,এনডিসি মো.আনিসুর রহমান জাতীয় দলের সাবেক ফুটবলার জাহাঙ্গীর গাজী,ক্রীড়া সংগঠক অ্যাড. নুরুল আমিন আকাশ,
জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য শামীম ফারুকী, কেএম সালাহউদ্দিনসহ অন্যরা। ম্যাচ শুরুর আগে অতিথি বৃন্দ দুইদলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন।
অন্যান্য ম্যাচগুলোর চেয়ে গতকালকের খেলায় স্টেডিয়ামে প্রচুর দর্শক সমাগম হয়। প্যাভিলিয়ন গ্যালারিসহ দুই পাশে দুই গ্যালারিতে উপস্থিত দর্শকরা স্বাগতিক চাঁদপুর সদর উপজেলা এবং বাণিজ্যিক উপজেলা হাজিগঞ্জ দলের ফুটবল লড়াই দারুন ভাবে উপভোগ করেন। ২৬ সেপ্টেম্বর শুক্রবার ১ম সেমিফাইনাল ফরিদগঞ্জ ও শাহরাস্তি উপজেলা দল।