মাঠে ফেরার অপেক্ষায় কাইল জেমিসন

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৫৪ এএম
মাঠে ফেরার অপেক্ষায় কাইল জেমিসন

নবজাতকের যত্নে ব্যস্ত দিন কাটলেও আবারও ক্রিকেট মাঠে নামতে মুখিয়ে আছেন নিউজিল্যান্ডের পেসার কাইল জেমিসন। দীর্ঘ সময় পর পরিবারে নতুন সদস্য আসায় ঘরে কাটানো সময় তিনি দারুণ উপভোগ করেছেন। তবে এখন মনোযোগ ফেরাচ্ছেন আন্তর্জাতিক ক্রিকেটে। অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামী সপ্তাহে মাউন্ট মঙ্গানুইতে শুরু হতে যাওয়া সিরিজ দিয়েই ফিরতে চান তিনি। এ খবর জানিয়েছে ক্রিকইনফো।

৩০ বছর বয়সী জেমিসন শেষবার নিউজিল্যান্ডের হয়ে খেলেছিলেন ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়নস ট্রফিতে। এরপর জিম্বাবুয়ে সফরে না থাকায় নতুন কোচ রব ওয়াল্টারের পরিকল্পনার অংশ হওয়ার সুযোগ হয়নি তার। অস্ট্রেলিয়া সিরিজ দিয়েই নতুন অধ্যায়ের সূচনা হবে বলে মনে করছেন তিনি।

জেমিসন বলেন, “অস্ট্রেলিয়া বেশ আক্রমণাত্মক খেলছে। দর্শক হিসেবে তাদের সিরিজ দেখা উপভোগ্য ছিল। এবার সামনে থেকে সেটি দেখার অভিজ্ঞতা হবে। আমাদের জন্যও এটি বড় চ্যালেঞ্জ, কীভাবে তাদের সেই ‘ফায়ারওয়ার্কস’ ঠান্ডা করা যায়।”

লম্বা সময় ইনজুরিতে ভুগে ফিরলেও ধীরে ধীরে ছন্দ খুঁজে পাচ্ছেন এই পেসার। পিএসএল ও আইপিএলে সফল প্রত্যাবর্তনের পর তার চোখ এখন সাদা বলের ক্রিকেটে। লাল বলের ক্রিকেটে ফেরার বিষয়টি আপাতত সময়ের হাতে ছেড়ে দিয়েছেন তিনি। জেমিসন জানিয়েছেন, “লাল বলের ক্রিকেট ফিরতে চাই ধীরে ধীরে। আপাতত সামনের মাসজুড়ে সাদা বলেই মনোযোগ দিচ্ছি।”

চোটের কারণে বারবার থেমে গেলেও আবারও লড়াই চালিয়ে যেতে চান তিনি। আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে খেলে নতুন অভিজ্ঞতা হয়েছে তার। বিশেষ করে ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মে কিভাবে ব্যাটাররা আরও আক্রমণাত্মক হচ্ছে, সেটি শিখেছেন কাছ থেকে।

অস্ট্রেলিয়ার ব্যাটিংকে সামলাতে অনুপ্রেরণা নিচ্ছেন তিনি সহ-প্রতিদ্বন্দ্বী জশ হ্যাজলউডের বোলিং থেকে। জেমিসনের ভাষায়, “অনেক কিছু করার চেয়ে নিজের শক্তির জায়গায় টিকে থাকা জরুরি। নতুন বলে সুইং ও মুভমেন্ট কাজে লাগানো, উইকেটের টপে বল ফেলা—এই সরলতাতেই সাফল্যের পথ লুকিয়ে আছে।”

অস্ট্রেলিয়া সিরিজ দিয়েই নিউজিল্যান্ড শুরু করছে ব্যস্ত এক মৌসুম। এরপর ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়াই, সামনে টি–টোয়েন্টি বিশ্বকাপও। তাই ফেরার মুহূর্তে জেমিসনের চোখ শুধু একটি লক্ষ্যেই—নিজেকে আবারও প্রমাণ করা।